images

লাইফস্টাইল

ঈদে শিশুদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন? এসব বিষয়ে সতর্ক থাকুন

লাইফস্টাইল ডেস্ক

৩১ মে ২০২৫, ১২:০১ পিএম

ঈদ মানেই শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনের টানে গ্রামের বাড়ি ফেরা। সেইসঙ্গে শিশুদের জন্যও এটা হয় এক উৎসবের ভিন্ন রকম স্বাদ। খোলা মাঠ, পুকুর, মাটির ঘ্রাণ, আর অজস্র খেলার সুযোগ—সবই তাদের জন্য রঙিন স্মৃতি হয়ে ওঠে। কিন্তু এই আনন্দের মাঝে শিশুদের নিরাপত্তা যেন চোখ এড়ায় না। কারণ গ্রামের পরিবেশ শহরের মতো পরিচিত ও নিয়ন্ত্রিত নয়।

সন্তানের আনন্দের সঙ্গে যদি দুর্ঘটনা ঘটে, তবে ঈদের রঙ মলিন হয়ে যেতে পারে মুহূর্তেই। তাই শিশুদের নিয়ে গ্রামের বাড়ি গেলে কিছু সতর্কতা মানা খুব জরুরি।

১. ভাঙা কাঁচ বা টিনের পাত্রে কেট যাওয়ার ভয়

গ্রামে এখনও অনেক জায়গায় টিনের গ্লাস বা ভাঙা কাঁচের বাসন ব্যবহার হয়। এসব শিশুদের হাতে দিলে হাত কেটে যেতে পারে। পাশাপাশি, তারা খেলতে খেলতে পুরোনো জিনিসে হাত দিলে সেখান থেকেও চোট পেতে পারে। তাই নিশ্চিত করুন তারা যেন শুধুমাত্র প্লাস্টিক বা স্টিলের নিরাপদ পাত্রই ব্যবহার করে।

শিশু২

২. পড়ে যাওয়ার ভয়

গ্রামের উঠোন, ধান গাদা, বাঁশঝাড় বা সিঁড়ির ধাপ—এসব জায়গা শিশুদের কাছে দারুণ রোমাঞ্চকর। কিন্তু সঠিক নজরদারি না থাকলে এসব স্থানেই তারা পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। ছোটদের চলাচলের জায়গাগুলো নিরাপদ কি না দেখে নিন। খুব বেশি উচ্চতা বা পিচ্ছিল জায়গায় শিশুদের একা যেতে দেবেন না।

৩. পুকুর বা ডোবায় ডুবে যাওয়ার ভয়

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। গ্রামে প্রতিটি বাড়ির পাশে প্রায়ই পুকুর থাকে। শিশুদের কাছে এটি অনেক আকর্ষণীয়, কিন্তু খেলতে গিয়ে তারা হঠাৎ পানিতে পড়ে যেতে পারে। তাই কখনোই শিশুদের পুকুরের পাশে একা ছেড়ে দেবেন না। তারা যেখানে খেলছে, সেখানে পানি আছে কি না, খেয়াল রাখুন।

পানি

৪. রোদে পুড়ে যাওয়ার ঝুঁকি

খোলামাঠে খেলতে খেলতে শিশুরা রোদে বেশি সময় থাকলে সানবার্ন বা হিটস্ট্রোকের শিকার হতে পারে। দুপুরের তীব্র রোদে যেন তারা বাইরে না থাকে, তা খেয়াল রাখুন। প্রয়োজনে হালকা টুপি ও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

৫. বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগা

বর্ষাকালে ঈদ হলে গ্রামে প্রায়ই হঠাৎ বৃষ্টি নামে। শিশুরা বৃষ্টিতে ভিজে আনন্দ পেলেও ঠান্ডা লেগে জ্বর বা সর্দি হয়ে যেতে পারে। বৃষ্টির সময় তাদের দ্রুত ঘরে নিয়ে আসুন এবং ভেজা কাপড় পরিবর্তন করে শুকনা কাপড় পরিয়ে দিন।

CHILD

৬. খেলতে গিয়ে ব্যথা পাওয়া বা আঘাত লাগা

গ্রামের খেলার মাঠ বা জায়গায় অনেক সময় কাঠ, কাঁটা, ইট বা পুরনো যন্ত্রাংশ পড়ে থাকতে পারে। শিশুরা খেলতে গিয়ে হোঁচট খেতে পারে, বা আঘাত পেতে পারে। খেলার জায়গাটি একটু পরিস্কার ও নজরদারিতে রাখুন।

আরও পড়ুন: ঈদে গ্রামে গেলে মানবেন যেসব নিয়ম

৭. ফার্স্ট এইড ও ওষুধ সঙ্গে রাখুন

সবসময় সঙ্গে কিছু প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম (First Aid Kit) রাখুন। যেমন—অ্যান্টিসেপ্টিক, ব্যান্ডেজ, তুলা, গ্যাসট্রিক বা জ্বরের ওষুধ ইত্যাদি। গ্রামের অনেক জায়গায় নিকটস্থ ফার্মেসি পাওয়া যায় না, তাই আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি।

শিশু

ঈদে গ্রামের বাড়ি যাওয়া মানেই আনন্দ, পরিবার, আর মাটির টান। শিশুরাও এই আনন্দে মেতে উঠুক—তবে নিরাপদে। তাদের নিরাপত্তা নিশ্চিত করে তবেই উপভোগ করুন ঈদের খুশি।

শিশুর হাসি যেন হয়ে ওঠে ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এজেড