লাইফস্টাইল ডেস্ক
০৫ মে ২০২৫, ০১:০০ পিএম
পৃথিবীতে নিঃস্বার্থভাবে যে মানুষটি ভালোবেসে যান তিনি হলেন মা। মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিবসের প্রয়োজন নেই- এ কথা ঠিক। তবে বিশেষ এই মানুষটির প্রতি একদিন যদি সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে তা মন্দ হয় না।
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস পালন করা হয়। বিশেষ এই দিনে মা কে কিছু একটা উপহার দিতে পারেন। কিন্তু কী দেবেন ভেবে পাচ্ছেন না? কেমন হয় যদি এই মা দিবসে মাকে পুরনো কোনো স্মৃতি ফিরিয়ে দেন? কীভাবে? চলুন জেনে নিই কিছু উপহারের আইডিয়া-

একটা নদীর পাড় যেখানে মা একসময় অনেক গিয়েছিলেন। একটা জায়গা যেখানে গেলেই মায়ের মন ভালো হয়ে যায়। সময়ের ব্যস্ততায় মায়ের ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়। মা দিবসে মায়ের সব ব্যস্ততাকে ছুটি দিন। তাকে নিয়ে এমন কোনো জায়গায় বেড়িয়ে আসুন যেখানে তার সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। মায়ের মন ভালো করার সুন্দর এই সুযোগ হাতছাড়া করবেন না।
মায়ের তেমন কোনো পছন্দের স্মৃতিজড়ানো জায়গা নেই? তাতেও সমস্যা নেই। তিনি প্রকৃতি ভালোবাসলে প্রকৃতির কাছাকাছি কোনো জায়গায় নিয়ে যান। কোনো রিসোর্টে একদিনের ডে ট্যুর দিতে পারেন। সিনেমাপ্রেমী হলে মা কে নিয়ে সিনেমা দেখতেও যেতে পারেন।

মায়ের হাতের রান্না খেতে কার না ভালো লাগে। একই ব্যাপার কিন্তু মায়ের ক্ষেত্রেও খাটে। তার পছন্দের তালিকাতেও হয়তো মায়ের হাতের রান্না রয়েছে। আপনি রাঁধতে জানলে এই মা দিবসে মা কে সেই পুরনো দিনের কোনো পদই রান্না করে খাওয়াতে পারেন। যেমনটা তার মা রাঁধতেন। চাইলে মায়ের প্রিয় কোনো পদও রান্না করতে পারেন। একদিনের জন্য রান্নাঘর থেকে তাকে ছুটি দিন। এই পাঠ আপনিই সামলান। সন্তানের হাতের রান্না মায়ের জন্য বিশেষ উপহার হবে।
সময়ের সঙ্গে কতকিছুই তো হারিয়ে যায়। মায়ের হারানো জিনিসের তালিকায় নিশ্চয়ই অনেক জিনিস আছে। প্রিয় চুড়িটা হারিয়ে ফেলেছেন, প্রিয় ক্লিপটা ভেঙে গেছে। প্রিয় শাড়িটার রং মলিন হয়ে গেছে, প্রিয় আসবাবে ঘুণ ধরেছে। এই মা দিবসে মায়ের হারিয়ে যাওয়া কোনো জিনিসই নতুন করে তাকে দিতে পারেন। নিশ্চয়ই তিনি খুশি হবেন।

ডিজিটাল যুগে মোবাইল আর ল্যাপটপই ছবি জমানোর আদর্শ স্থান। ঘরে থাকা পুরনো অ্যালবামগুলোতে হয়তো ধুলোর আস্তর জমেছে। এই মা দিবসে মা কে পুরনো কিছু ছবি দিয়েই নতুন করে অ্যালবাম বানিয়ে দিন। তার পছন্দের কোনো ছবি নষ্ট হয়ে গেলে, সেটি নতুন করে ঠিক করার চেষ্টা করুন। পছন্দের ছবিতে পূর্ণ অ্যালবাম পেলে মায়ের মুখে হাসি ফুটবে।
এনএম