লাইফস্টাইল ডেস্ক
০৩ মে ২০২৫, ০২:২৩ পিএম
ঈদ উল আজহাকে সামনে রেখে অফলাইনে মেলার আয়োজন করেছে ইলেশন ইভেন্ট সলিউশনস ও স্টারব্লেজ। আগামী ১৫, ১৬ ও ১৭ তারিখ তিনদিন, দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত, মিরপুর ১২ এর রমজান্নেছা মার্কেটের মর্ডান কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হবে।
মিরপুরের কোনো এক্সিবিশনে এই প্রথম একসঙ্গে ৭ জন ব্যান্ড প্রমোটার সবার প্রমোশন করবেন। ৫০ জনেরও বেশি প্রতিষ্ঠিত বিক্রেতা এই মেলায় অংশ নেবেন। থাকবেন নতুন অনেকেও। যারা প্রচণ্ড পরিশ্রম করে সততার সঙ্গে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছেন।
মেলা সম্পর্কে ইলেশনের কর্ণধার ফারিয়া শাওরীন বলেন, ‘গতানুগতিক এক্সিবিশনগুলো থেকে ইলেশন একটু ভিন্ন আয়োজন করেছে এবার। শুধু ক্রয়-বিক্রয় নয়, মেলায় আগত অতিথিরা যেন একটা সুন্দর আনন্দঘন সময় কাটাতে পারে, এই জন্য পাশাপাশি থাকছে ফুড ফেস্টিভ্যাল, যেখানে তারা পাবেন অত্যন্ত হাইজেনিক পরিবেশে তৈরি করা ঘরোয়া রন্ধনশীল্পিদেরদের অনেক রকমের মজার পিঠা, স্ন্যাকস, কেক, ফুচকা, জুস ইত্যাদি। ঘরে বসে যারা ফেসবুকে খাবারের ব্যাবসায় আছেন, তাদের নিজেদের রান্নার দক্ষতা দেখাতে তারা এখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি মেহেদি কর্নার থেকে ঈদের সাজের পূর্ব প্রস্তুতি হিসেবে আগত অতিথিরা হাত রাঙিয়ে নিতে পারবে। আর থাকবে সুন্দর সুন্দর ফটোবুথ, যেখানে ছবি তুলে দিবেন স্বনামধন্য ফটোগ্রাফাররা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাফেল ড্র, যেখানে থাকবে গোল্ড জেতার সুযোগ।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে অনেকেই অনলাইনের ব্যাবসায় রিচ নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। ক্রেতারাও এখন চায়, হাতে ধরে দেখে কেনাকাটা করতে। কিন্তু স্থায়ী দোকানের ভাড়া অনেক হওয়ায় সবার পক্ষে দোকান নেয়া সম্ভব হয় না। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। মেলায় এই প্রথমবারের মতো থাকছে ট্রায়াল রুমের সুবিধা। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন এবং একটা স্মৃতিময় দিন কাটাতে পারেন।’
এই মেলায় থাকছে শাড়ি, কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাক, ছেলেদের পোশাক, হাতে বানানো গয়না, চুড়ি, ইম্পোর্টের গয়না, খেলনা, গ্যাজেটস, খাবার-দাবার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ আরও অনেক পণ্য।
ফারিয়া বলেন, ‘আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই ইলেশনের প্ল্যাটফর্মে মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সবমিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হবে বলে আশা করছি।
ইলেশনের ফেসবুক পেজ- Elation Event solutions
এক্সিবিশন সম্পর্কে আরও জানতে এই লিংকে ক্লিক করুন