লাইফস্টাইল ডেস্ক
০৩ মে ২০২৫, ০১:০২ পিএম
আকাশ থেকে বৃষ্টি ঝরলেই মন চায় কাঁথা মুড়ি দিয়ে বেলা করে ঘুমাতে। বৃষ্টির শব্দে মন ভালো হয় না এমন মানুষ কমই আছে। বৃষ্টির টাপুরটুপুর শব্দে মুগ্ধ হয়ে তাইতো ভিডিও করেন অনেকে, তোলেন ছবি। সোশ্যাল মিডিয়ায় বৃষ্টি নিয়ে দুটো বাক্য লিখে প্রকাশ করেন ভালো লাগা।
আপনি কি একজন বৃষ্টিপ্রেমী? তাহলে চলুন বৃষ্টি নিয়ে কিছু ক্যাপশন জেনে নেওয়া যাক-

ক্যাপশন ১- আজকের আকাশে ঝড়ের সঙ্গে বৃষ্টির যে সমীকরণ, তার চেয়ে বেশি তোমার মনের সঙ্গে আমার মনের সমীকরণ।
ক্যাপশন ২- বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়। কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান, আর মন ভেজানো এক অনুভূতি।

ক্যাপশন ৩- কেউ কেউ কেবল বৃষ্টিকে দেখে, আর কেউ কেউ বৃষ্টিকে অনুভব করে… তুমি কোন দলে?
ক্যাপশন ৪- বৃষ্টি আমাদের স্মৃতিতে পুরনো দিনের কথা ফিরিয়ে আনে, যেন এক ধরনের আবেগময় প্রলেপ। -রবার্ট ফ্রস্ট

ক্যাপশন ৫- বৃষ্টি আসলে দু’ধরনের হয়। একটি আকাশ থেকে, আরেকটি মনে… দুটোই ভেজায়। তবে কষ্টের বৃষ্টি শুকোতে সময় লাগে বেশি।
ক্যাপশন ৬- তুমি যদি বৃষ্টি হতে, তাহলে আমি হয়তো ছাতা ছাড়াই বেরিয়ে পড়তাম। শুধু তোমাকে আরও কাছ থেকে অনুভব করার জন্য।

ক্যাপশন ৭- বৃষ্টি আমাদেরকে শেখায় যে, জীবনের সব আনন্দের মধ্যে কিছু দুঃখও আছে। -জোয়েল বার্কার
ক্যাপশন ৮- বৃষ্টি আসলে ভালোবাসার মতো, কখনো মিষ্টি, কখনো প্রচণ্ড ঝড়ো, আর কখনো না চাইতেই চোখের সামনে এসে পড়ে।

ক্যাপশন ৯- তুমি কি শুধু আকাশের বৃষ্টি দেখো? তোমার জন্য আমার মনে যে বৃষ্টি ঝরে, তা দেখতে পাও না?
ক্যাপশন ১০- আমার মন ভালো নেই বুঝতে হলে তুমি কালো ঐ মেঘলা আকাশের দিকে তাকিও। যদি দেখো আকাশে কালো মেঘ জমে আছে, বুঝে নিও আজ আমার মন ভালো নেই।
এনএম