লাইফস্টাইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
মাংস ম্যারিনেট করছেন দই আর লেবুর রস দিয়ে। লেবু চিপতেই ঘটল বিপত্তি। কয়েক ফোঁটা লেবুর রসের ছিটকে এসে লাগল চোখে। ব্যস, শুরু হলো চোখ জ্বালা।
দুপুরে ভাতের আর ডালের সঙ্গে লেবুর রস মেখে খেতে কার না ভালো লাগে। কিন্তু লেবু চিপতেই রস এসে লাগল চোখে। সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ঝরা শুরু হলো। প্রায়ই এমন পরিস্থিতিতে পড়েন অনেকেই। চোখে লেবুর রস গেলে শুরু হয় অস্বস্তি।

চোখে লেবু ঢুকলে চোখ জ্বালা, অনবরত চোখ দিয়ে পানি পড়া, অস্বস্তি, চোখে খচখচানি চলতেই থাকে। বেশ কয়েকবার পানির ঝাপটা দিলে খানিকটা স্বস্তি মেলে। এরপর ধীরে ধীরে তা ঠিক হয়ে যায়। কিন্তু চক্ষু চিকিৎসকদের মতে, এই স্বস্তি আসলে সাময়িক। লেবুর রস চোখে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে।
চিকিৎসকদের মতে, লেবুর রসে উচ্চ মাত্রার অ্যাসিড থাকে। একারণেই চোখ জ্বালা করে এবং বাকি সমস্যাগুলো হতে থাকে। এছাড়া এই অ্যাসিড সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা করে দিতে পারে। এমনকি লেবুর রস বেশি পরিমাণে চোখে গেলে বাড়াবাড়ি সমস্যা হতে পারে। তখন শুধু চোখে পানির ঝাপ্টা দিলে চলবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চোখে লেবুর রস প্রবেশ করলে কী করবেন তা জানিয়েছে চিকিৎসকরা।
লেবুর রস ঢুকলে চোখ কচলানো যাবে না।
সঙ্গে সঙ্গে চোখ খুলে পানির ঝাপ্টা দিতে হবে।

অপরিষ্কার তোয়ালে দিয়ে চোখ মোছা যাবে না।
কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে ভালো।