images

লাইফস্টাইল

লিপস্টিকের বাংলা কী? জানেন না বেশিরভাগ মানুষ

লাইফস্টাইল ডেস্ক

১২ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

আমাদের আশেপাশে এমন অনেক বিষয়ই রয়েছে যা আমাদের জানার পরিধির বাইরে। খুব সহজ বিষয়ই আমরা হয়তো নজরে আনি না বা ভাবি না। এই যেমন ধরুন লিপস্টিকের কথা। 

নারীরা ঠোঁট রাঙাতে যে প্রসাধনী ব্যবহার করেন তাকে লিপস্টিক বলে। লাল, গোলাপি, মেরুন, পিচসহ লিপস্টিকের নানা রঙ হয়। যেসব ইংরেজি শব্দ ব্যবহার করতে করতে আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে তার মধ্যে লিপস্টিক একটি। 

lipstick2

আচ্ছা, কখনো কি ভেবেছেন এই লিপস্টিককে বাংলায় কী বলে? এর অর্থই বা কী? বেশিরভাগ মানুষই কিন্তু লিপস্টিকের বাংলা জানেন না। 

মেয়েদের সাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে লিপস্টিক। ঠোঁটে একটু লালের ছোঁয়াতেই বদলে যেতে পারে নারীর সৌন্দর্য। কেউ লাল লিপস্টিক পছন্দ করেন। কেউ মেরুন, কেউ বাদামি, কেউ ন্যুড লিপস্টিক।

lipstick3

অনেক নারী আবার ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করেন। গাঢ় রঙের লিপস্টিক ‘বোল্ড লুক’ পেতে সাহায্য করে। এবার জানুন একে বাংলায় কী বলে? 

কেউ কেউ ভাবেন লিপস্টিকের বাংলা ঠোঁটপালিশ। অর্থগতভাবে এটি হলে আসলে লিপস্টিকের বাংলা এটি নয়। লিপস্টিকের বাংলা ঠোঁট রঞ্জনী বা অধর রঞ্জনী। এছাড়াও, কিছু কিছু ক্ষেত্রে ঠোঁট রাঙানি শব্দও ব্যবহার করা হয়।

এনএম