লাইফস্টাইল ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম
ক্যালেন্ডার পাতা উল্টে এলো নতুন মাস এপ্রিল। চলতি মাসে অনেকেরই ভাগ্য খুলতে চলেছে। প্রেম, ভালোবাসার দেখার পেতে চলেছেন ৫ রাশির মানুষ। জানুন এদের সম্পর্কে।
মেষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির উচ্চস্থ অবস্থান হলেও একাধিক গ্রহের সঙ্গে সহাবস্থানের কারণে মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল প্রদানে সমর্থ হবে না, মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও দ্বিতীয় ভাগে ভাল ফল পাবেন।
বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।
মিথুন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ। প্রথম ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
আরও পড়ুন: রাশিফল ২০২৫: নতুন বছর কেমন যাবে?
কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতি গ্রহের গ্রহ যুদ্ধরত অবস্থায় অবস্থান করছে। কর্কট রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে পূর্ণ সুফল দান করতে ব্যর্থ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে সারা মাস সুফল পাবেন।
সিংহ রাশি: অস্বাচ্ছন্দ্যকর গ্রহ যুদ্ধরত অবস্থায় অবস্থানের কারণে সিংহ রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে পূর্ণ সুফল দান করতে পারবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন।
কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে পাঁচ গ্রহের অবস্থান রয়েছে। মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা না থাকলেও, পরবর্তী ভাগ তুলনামূলক শুভ কাটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি: বৃহস্পতি দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান করছে। দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ।
ধনু রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান শুভ বলা যায় না, অশুভ অবস্থানের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ অধিক শুভ।
মকর রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রেম-প্রীতির ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তি হবে।
মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
এজেড