images

লাইফস্টাইল

ফিটকিরিতেই দূর হবে মুখের অবাঞ্ছিত রোম, জানুন উপায়

লাইফস্টাইল ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ পিএম

images

মুখ থেকে অবাঞ্ছিত রোম তুলতে বেশিরভাগ নারীই ওয়াক্সিং করে থাকেন। তবে নিয়মিত ওয়াক্সিং করলে চামড়া ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অনেকে ভরসা রাখেন ফেশিয়াল রেজরে। তাতেও স্বস্তি নেই। রোম চেঁছে ফেলার পর অনেকের মুখে র‍্যাশ বের হয়। 

ঠোঁটের ওপর অতিরিক্ত রোম থাকলে তা দেখতে মোটেও ভালো লাগে না। তাই বাধ্য হয়ে বিভিন্ন উপায়ে এটি তুলে ফেলতে হয়। তবে যন্ত্রণাদায়ক উপায়ে রোম না তুলে স্বস্তিদায়ক উপায়ে কাজটি করতে পারেন। এই কাজে ব্যবহার করতে পারেন ফিটকিরি। 

alum1

কীভাবে ফিটকিরি দিয়ে মুখের রোম পরিষ্কার করবেন? চলুন জেনে নিই- 

ফিটকিরি ও গোলাপ জল 

একটি ছোট পাত্রে সম পরিমাণ ফিটকিরি আর গোলাপ জল মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণ খুব বেশি পাতলা বা ঘন না হয়। এবার মুখের যে অংশ থেকে রোম তুলতে চাইছেন, সেখানে মিশ্রণটা মেখে রাখুন। মিনিট পনেরো অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাত দিয়ে অথবা ভেজা তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন রোম উঠে এসেছে। এরপর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার মেখে নেবেন।

ফিটকিরি ও হলুদ 

একটি ছোট পাত্রে এক টেবিল চামচ ফিটকিরি গুঁড়ো এবং আধ চা চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে নিন। পানি দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার মুখের যে অংশ থেকে রোম তুলতে চান, সেখানে মিশ্রণটি মেখে মিনিট বিশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হাত অথবা ভেজা তোয়ালে দিয়ে ঘষে তুলে ফেলুন। রোম উঠে আসবে। এরপর অবশ্যই মুখে অ্যালোভেরা জেল মেখে নেবেন। 

alum2

ফিটকিরি ও মধু 

ত্বক যদি শুষ্ক ও স্পর্শকাতর হয় তাহলে ফিটকিরি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিতে দুটি উপাদান মেশানো মিশ্রণ ২০ মিনিট মুখে রাখুন। শুকিয়ে গেলে হাতে দিয়ে ঘষে তুলে ফেলুন। ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার মাখুন। 

এনএম