নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম
শীত পেরিয়ে বসন্ত আসতেই চুল ও ত্বকের যত্নে বায়োজিন বিশেষ অফার বাজারে ছেড়েছে। সারাদেশে ১৭টি ব্রাঞ্চ থেকে এসব সুবিধা পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা ও বাইরের দূষণে ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করা অনেকের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য প্রয়োজন স্মার্ট স্কিনকেয়ার রুটিন ও পার্সোনালাইজড স্কিনকেয়ার সেবা।
ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী অথেনটিক ডার্মো কসমেটিকস আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমে ব্যস্ততা সত্ত্বেও সঠিকভাবে ত্বকের যত্ন নিশ্চিত করা যায়। পার্সোনালাইজড ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা নিশ্চিত করতে এই ‘বসন্ত বিলাস’ অফার। মাসব্যাপী দেশজুড়ে বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে চলছে এই বিশেষ অফার। অফারটিতে আছে আকর্ষণীয় ছাড় এবং এক্সক্লুসিভ ট্রিটমেন্ট ডিল।দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে পণ্য পাওয়ার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অফারে ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় রয়েছে। এছাড়াও অথেনটিক ডার্মো কসমেটিকসে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়। ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং ফ্রি।
পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট একজন ব্যবহারকারীর স্কিনের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকরী ট্রিটমেন্ট দেওয়া হয় বলেও জানানো হয়েছে। তাদের কাছে বিশ্বখ্যাত ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টসও রয়েছে।
বিইউ