images

লাইফস্টাইল

বাথরুমের কল মাত্র ৫ মিনিটে চকচকে করার উপায় 

লাইফস্টাইল ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

সময়ের সঙ্গে সঙ্গে বাথরুম ও রান্নাঘরের সিঙ্কে একগুঁয়ে পানির দাগ জমে যায়। ফলে কলের উজ্জ্বলতা কমে যায় এবং দামি কলটিও কিছুদিনের মধ্যে পুরনো দেখায়। বাথরুম, বেসিন, রান্নাঘরের ট্যাপে প্রায়ই সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। আবার কোথাও জমে লালচে মরিচা, কোথাও হলদেটে আয়রন। 

দাগযুক্ত কল দেখতে নোংরা লাগে। এমন পরিস্থিতি কেউ কল পরিবর্তন করেন, কেউবা ব্যয়বহুল পালিশ করেন। কিন্তু জানেন কি, নামমাত্র খরচে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব? কীভাবে ট্যাপ থেকে দাগ দূর করে নতুনের মতো করবেন, জানুন সেই উপায়- 

tap1

বাড়ির পানির কল চকচকে করতে লাগবে পুরনো মোমবাতি। এই ফেলনা জিনিসটি দিয়েই মাত্র ৫ মিনিটে ফিরিয়ে আনতে পারবেন ট্যাপের উজ্জ্বলতা। কীভাবে মোমবাতির সাহায্যে ট্যাপের শক্ত পানির দাগ দূর করা যায়? 

পুরনো মোমবাতি নিয়ে দুই মিনিটের জন্য ট্যাপের ওপর ঘষুন। মোম কলে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন। এটি পানির জেদি দাগ হালকা করতে সাহায্য করে। 

tap3

একটি মাইক্রোফাইবার বা সুতির তোয়ালের সাহায্যে ট্যাপ পরিষ্কার করে নিন। তোয়ালেতে হালকা চাপ দিয়ে কলের ওপর অংশ ভালো করে পালিশ করে নিন। ধীরে ধীরে ট্যাপের গা থেকে মোমটি সরে যাবে আর চকচকে ভাব ফুটে উঠবে। 

এই পদ্ধতিতে কলের উপর পড়া যেকোনো দাগ পরিষ্কার করতে পারবেন। মোমের আবরণটি কলের পৃষ্ঠে একটি মসৃণ এবং চকচকে ভাব এনে দিবে, এতে কলটি আবার নতুনের মতো দেখাবে।

tap4

এই উপায় কাজে লাগিয়ে সব ধরণের ধাতব কল চকচকে করতে পারবেন। তবে কলের উপরিভাগে যদি জেদি আঁচড় থাকে, তাহলে এই পদ্ধতি কাজ করবে না। 

এনএম