images

লাইফস্টাইল

শুকনো কাশিতে নাজেহাল, ঘরোয়া উপায়ে সমাধান

লাইফস্টাইল ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

প্রকৃতিতে মাঘ মাস চললেও শীত আর গরম মিলেমিশে অবস্থান করছে। ঘর থেকে গরম কাপড় পরে বের হলেও কিছুক্ষণ পর মাঝরাস্তাতেই তা খুলে ফেলতে হচ্ছে। খানিকবাদের আবার ঠান্ডা লাগছে। ঠান্ডা আর গরমের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী হচ্ছে খুসখুসে বা শুকনো কাশি। আর রাতে বিছানায় মাথা ঠেকাতেই তা বাড়ছে তিনগুণ। 

শুকনো কাশি থেকে মুক্তি পেতে হয়তো কাশির ওষুধ কিনেছেন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। বরং বাড়ছে যন্ত্রণা। সারাদিন ক্লান্ত লাগা আর ঘুম ঘুম ভাব হচ্ছে সঙ্গী। তাহলে উপায়? কিছু ঘরোয়া উপায় রয়েছে যা কাশি কমাতে কার্যকরী। চলুন জেনে নিই বিস্তারিত- 

honey

কাশি কমায় মধু 

পরিবারের বড়দের বলতে শুনবেন, কাশি দমনে দারুণ উপকার করে মধু। তাই মধুকেই কাজে লাগান। রোজ সকালে খালি পেটে এক চামচ করে মধু খান। এতে সারাদিনের খুসখুসে কাশি যেমন দূরে হবে, তেমনি বুকে জমা কফও দূর হবে।

শুধু মধু খেতে ভালো না লাগলে, এক গ্লাস উষ্ণ পানিতে পরিমাণমতো মধু মিশিয়ে খান। খালি পেটে এই পানীয় পান করলে বেশি উপকার পাবেন।

honey2

লবঙ্গের সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। এটিও কাশি কমায়। এজন্য অল্প আঁচে মধু গরম করে নিন। একটু ঠান্ডা করে তারমধ্যে লবঙ্গ পাউডার মিশিয়ে খান। এতেও ঝটপট সমস্যা কমবে।

কাশি কমায় রসুন 

রসুনও কাশি কমাতে দারুণ কাজ করে। ঘিয়ের মধ্যে দু-কোয়া রসুন দিয়ে ভালো করে গরম করুন। এরপর গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে পারেন। এতে উপকার পাবেন।

garlic

সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন। রসুনের উগ্র গন্ধের জন্য খেতে অসুবিধা হলে মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতে আরও ভালো উপকার মিলবে। 

কাশি কমায় আদা 

সর্দি-কাশি কমাতে সাহায্য করে আদা। একথা কম-বেশি সবারই জানা। কিন্তু কীভাবে খেলে ঝটপট উপকার হবে, তা কিন্তু অনেকেই জানেন না। অনেকে মনে করেন, চায়ের সঙ্গে আদা মিশিয়ে পান করলে উপকার মিলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চায়ের পরিবর্তে কফির মধ্যে আদা মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন। এক্ষেত্রে ব্ল্যাক কফিই বেশি কাজ দেবে।

এনএম