images

লাইফস্টাইল

অধিক উচ্চতায় ট্রেকিং পুরুষের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমায়

লাইফস্টাইল ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

পাহাড়-পর্বত যারা ভালোবাসেন তারা কদিন পরপরই অ্যাডভেঞ্চারের টানে বেরিয়ে পড়েন। বন্ধুর পথ পেরিয়ে পাহাড়ের চূড়ায় মাথা ঠেকানোই যেন তাদের নেশা। আপনারও কি পাহাড় জয়ের শখ রয়েছে। তবে একটু সাবধান হোন। কেননা একটি গবেষণায় প্রকাশিত ফল বলছে, অধিক উচ্চতায় যেখানে অক্সিজেনের মাত্রা কম, সেখানে ট্রেকিং করলে পুরুষদের প্রজনন ক্ষমতা কমতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সন্তানদের মধ্যেও ওই সমস্যা সঞ্চারিত হতে পারে। 

নেচার পত্রিকায় প্রকাশিত একটি ‘রিভিউ’ প্রতিবেদনে এসংক্রান্ত গবেষণা প্রকাশ হয়েছে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, কীভাবে অধিক উচ্চতায় অক্সিজেনের অভাব পুরুষের জননাঙ্গের ওপর প্রভাব ফেলে। 

man2

গবেষকেরা বলছেন, শরীরে অক্সিজেনের অভাবের ফলে পুরুষের অন্ডকোষ বা শুক্রাশয়ে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এই সমস্যাকে ‘টেস্টিস হাইপক্সিয়া’ বলা হয়। যা শুক্রাণুর মানকে প্রভাবিত করে। পুরুষের সার্বিক প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত করে এটি।

সাধারণত ১২ মাস নিয়মিত অসুরক্ষিত যৌন সম্পর্কের পরও যদি পুরুষ তার নারী সঙ্গীর গর্ভে সন্তান জন্ম দিতে না পারেন, তবে তাকে প্রজননে অক্ষমতা বা ইনফার্টিলিটি বলা হয়। তবে যদি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়, তবে ওই একই পরিস্থিতিতে সন্তান জন্ম দেওয়া অসম্ভব না হলেও সম্ভাবনা কমে যায়। এই পরিস্থিতিকে বলা হয় সাব ফার্টিলিটি।

man3

নেচার পত্রিকায় রিভিউ প্রকাশিত হওয়া গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার নিউকাসল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রতিবেদনটি লিখেছেন সেই গবেষক দলেরই অন্যতম প্রধান তথা নিউ কাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রজনন বিজ্ঞানী টেসা লর্ড। টেসা বলছেন, বেশ কিছু শারীরিক কারণেও শুক্রাশয়ে অক্সিজেন পৌঁছানোর সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার মতো কোনো রোগ থাকলে বা পুরুষের শুক্রাশয়ের যে বহিরাবরণ তার শিরা প্রসারিত হলেও টেস্টিস হাইপক্সিয়া হতে পারে।

শুক্রাশয়ের শিরা প্রসারিত হওয়ার সমস্যার একটি নাম রয়েছে। একে ভারিকোসেল বলা হয়। টেসা জানাচ্ছেন, পুরুষের প্রজননের অক্ষমতার প্রতি ১০০টি ঘটনার মধ্যে ৪৫টিরই কারণ ওই ভারিকোসেল থেকে হওয়া ‘টেস্টিস হাইপক্সিয়া’। আবার যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, অর্থাৎ ঘুমানের সময় যাদের গলার পেশি সঙ্কুচিত হয়ে শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি করে, তাদেরও রক্তে অক্সিজেনের ঘাটতি হলে ‘টেস্টিস হাইপক্সিয়া’ হতে পারে। 

man4

বিশেষত যাদের স্থূলত্ব বেশি, তাদের স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকিও বাড়তে দেখা গেছে গবেষণায়। এছাড়া অধিক উচ্চতায় শরীরে অক্সিজেনের অভাব হলেও ‘টেস্টিস হাইপক্সিয়া’ হয়। এমনটাই জানাচ্ছেন টেসা।

একই সঙ্গে গবেষকরা জানিয়েছেন, অধিক উচ্চতায় থাকার জন্য যে ‘টেস্টিস হাইপক্সিয়া’ হয়, তা দীর্ঘস্থায়ী নয়। রিভিউ প্রতিবেদন অনুযায়ী সাধারণত অধিক উচ্চতা থেকে সমতলে ফেরার পর কিছু মাস ওই সমস্যা থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। অবশ্য এরপরেও টেসা লিখছেন, শুক্রাশয়ে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার প্রভাব যে শুক্রাণুর মানের ওপর পড়ে, তা বোঝা গেলেও বিষয়টি সেই শুক্রাণুজাত ভ্রুণকে কতটা প্রভাবিত করে তা এখনও স্পষ্ট নয়।

man5

টেসা তার প্রতিবেদনে জানিয়েছেন, তাদের হাতে কিছু প্রমাণ রয়েছে, যাতে দেখা গেছে পিতার শরীরে টেস্টিস হাইপক্সিয়া থাকলে, তা ভ্রুণের বৃদ্ধিকে প্রভাবিত করছে। এমনকি, ওই ভ্রুণ থেকে যখন সন্তানের জন্ম নেবে, তখন তার মধ্যেও প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন টেসা।