images

লাইফস্টাইল

চিরতার জাদুকরি উপকারিতা জানেন না অনেকেই

লাইফস্টাইল ডেস্ক

২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

চিরতা। নামটি শুনলেই মনের মধ্যে হয়তো তেতো একটি ভাব আসে। স্বাদে ভালো না হলেও এর রয়েছে জাদুকরি ক্ষমতা। শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে এর আশ্চর্য উপকারিতা রয়েছে। বিশেষ করে শরীরকে বিষমুক্ত রাখতে এর জুড়ি নেই। 

আরও পড়ুন: এসব সবজি কাঁচা খেলে বিপদ হতে পারে

চিরতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ। চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা— চিরতার রয়েছে হরেক গুণ।

chirota

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ

ডায়াবেটিস রোগীদের জন্য চিরতার পানি বেশ উপকারী। চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণও কম করে।

ত্বক সুস্থ রাখে

তারুণ্য ধরে রাখতে রোজ সকালে খালি পেটে চিরতার পানি খেতে পারেন। কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বক ভেতর থেকে সুস্থ রাখে। ব্রণ, ফুসকুড়ি ও র‍্যাশের সমস্যা দূর হয়। চামড়ার রোগ থেকেও মুক্তি পেতে পারেন।

gas

অ্যালার্জির সমস্যা দূর করে

অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, সর্দি-কাশিসহ আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এ ক্ষেত্রে উপকারী। হাঁপানী ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও এই পানি খেতে পারেন।

আরও পড়ুন: হজমশক্তি বাড়াতে চান? এই ভেষজে ভরসা রাখুন

লিভারকে পরিষ্কার রাখে

লিভার সুস্থ রাখতে চিরতার জল দারুণ উপকারী। এই পানি লিভার পরিষ্কার রাখে। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

chirota3

শরীর টক্সিনমুক্ত রাখে

চিরতা ভেজানো পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দেয়। ভেতর থেকে শরীর পরিষ্কার রাখে।

বদহজমের সমস্যা কমায়

হজমের সমস্যা থাকলে আপনি চিরতার পানি খেতে পারেন। এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

chirot_drink

রক্তাল্পতার সমস্যা দূর করে

এছাড়াও অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি ভীষণ কার্যকর।

চিরতা কীভাবে খেলে বেশি উপকার পাবেন?

চার থেকে পাঁচ গ্রাম শুকনা চিরতা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই পানি ভালো করে ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে ফেলুন। সুস্বাস্থ্য বজায় থাকবে।

এজেড