images

লাইফস্টাইল

একেকজনের একেক খাবারে অ্যালার্জি, পরিবর্তে কী খাবেন?

লাইফস্টাইল ডেস্ক

১৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

চিংড়ি দেখলেই আঁতকে ওঠে আনিকা। দাওয়াত খেতে গেলেও বলে দেয়, আমাকে চিংড়ি দেবেন না। অ্যালার্জি আছে। এদিকে সাদিকের পছন্দের খাবার গরুর মাংস। কিন্তু খেলে শুরু হয় চুলকানি। সেসঙ্গে শরীর ভর্তি র‍্যাশ। ডাক্তার বলেছেন, সাদিকের গরুর মাংসে অ্যালার্জি আছে। তাই এটি খাওয়া চলবে না। 

কেউ দুগ্ধজাত খাবার খেতে পারেন না। কেউবা খান না বাদাম। একেকজনের একেক খাবারে অ্যালার্জি। আসলে খাবারে অ্যালার্জি অনেক ধরনের হয়। তাই এগুলো সম্পর্কে জানা ও সচেতন থাকা জরুরি। পরিবর্তে কী খেতে পারেন তাও জেনে রাখা ভালো। 

milk

দুগ্ধজাত খাবারে অ্যালার্জি

দুধে রয়েছ ক্যালসিয়াম ও প্রোটিনসহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের শরীরের এগুলো খুবই জরুরি। কিন্তু, অনেকেই দুধ সহ্য করতে পারেন না। দুধ খেলেই দেখা দেয় পেটের নানা সমস্যা। এই ধরনের মানুষদের বলা হয় ‘ল্যাকটোজ ইনটলারেন্ট’। দুধে থাকা ‘ল্যাকটোজ’ এক প্রকারের শর্করা। এই শর্করা হজম করার জন্য একটি বিশেষ ধরনের উৎসেচকের প্রয়োজন। নাম, ‘ল্যাকটেজ’। যাদের শরীরে এই উৎসেচক তৈরি হয় না, তারাই দুধ বা দুধের জিনিস হজম করতে পারেন না।

দুধের বদলে কী খাবেন? 

দুধে অ্যালার্জি থাকলে তার বদলে সয়া মিল্ক, চিয়া সিডস, কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, ব্রকলি, কমলালেবু খেতে পারেন। এসব খাবারে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম।

Gluten

গ্লুটেন সেনসিটিভিটি

গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হলো আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। তবে প্রথমেই এই সমস্যা দেখা দেয় না। গ্লুটেনযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। গম, বার্লি ও বেশ কিছু দানাশস্য, বাদাম থেকে গ্লুটেন অ্যালার্জি হতে পারে।

গ্লুটেনের বদলে কী খাবেন? 

এই অ্যালার্জি থাকলে আটা বা ময়দার কিছু খাওয়া যাবে না। তার বদলে কিনোয়া, ডালিয়া, ব্রাউন রাইস খেতে পারেন। চালের আটা দিয়ে রুটি বানিয়েও খাওয়া যেতে পারে।

fructose

ফ্রুকটোজ ইনটলারেন্স

উচ্চ ফাইবারযুক্ত ফল খেলে যাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাদের ফ্রুকটোজ ইনটলারেন্স সমস্যা রয়েছে। এই রোগীরা ফল খেলে গায়ে র‌্যাশ দেখা দেয়। বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে।

ফলের বদলে কী খাবেন? 

কম ফাইবারের বেরি বা পেঁপে, কলা, লেবু জাতীয় ফল খাওয়া যেতে পারে। আম বা আপেলের মতো ফল খাবেন না। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন খাদ্যতালিকায়।

allergy

হিস্টামিন ইনটলারেন্স

হিস্টামিনের মাত্রা বেড়ে গেলে অনেকের হাঁচি-কাশি, শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়। তাই হিস্টামিন আছে এমন খাবার যেমন চিজ, ওয়াইন, কয়েক ধরনের চকোলেট খাওয়া চলবে না।

বদলে কী কী খাবেন? 

মাছ, ডিম, সবুজ সবজি, নারকেলের দুধ বা কাঠবাদামের দুধ, মধু, ভেষজ চা খাওয়া যেতে পারে।

soya

সয়া সেনসিটিভিটি

অনেকের সয়াবিনেও অ্যালার্জি হয় । সেক্ষেত্রে সয়ামিল্ক খাওয়া চলবে না। এমন খাবার খেতে হবে যাতে উদ্ভিজ্জ প্রোটিনও পাওয়া যায়, আবার অ্যালার্জিও না হয়।

সয়ার বদলে কী খাবেন? 

সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, ফলের রস, ওটমিল, মাখন, নানা ধরনের বাদাম।

নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেটি না খাওয়াই ভালো। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। 

এনএম