images

লাইফস্টাইল

প্রস্রাবের পর বেশিরভাগ নারী-পুরুষ এই কাজটি করতে ভুলে যান! 

লাইফস্টাইল ডেস্ক

২৪ অক্টোবর ২০২৪, ০২:৩০ পিএম

প্রস্রাব বা মলত্যাগের মতো কাজগুলো করার পর পরিচ্ছন্ন থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাত-পা ঠিক ধুয়ে, কাপড়ে মুছে তারপরই টয়লেট থেকে বের হওয়া উচিত। কিন্তু ব্যস্ততার এই যুগে বেশিরভাগ মানুষই পরিচ্ছন্ন থাকতে ভুলে যান। এই সুবাদেই একটি ছোট্ট কাজ করতে ভুলে যান অনেকেই। সম্প্রতি এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

ফুড সেফটি ইনফরমেশন কাউন্সিলের পক্ষ থেকে সম্প্রতি এই সমীক্ষা করা হয়। এতে দেখা গেছে কমবয়সিদের মধ্যে এই কাজটি ভুলে যাওয়ার প্রবণতা বেশি। নারী, পুরুষ উভয়েই এই ভুলটি করে থাকেন। 

pee2

বলুন তো এই কাজটি কী? এই কাজটি হলো হাত ধোয়া। প্রস্রাব করার পর হাত ধোয়ার কথা অনেকেরই মনে থাকে না। এমনকি খাবার খাওয়ার আগেও হাত ধোওয়ার কথা ভুলে যান সবাই। 

আরও পড়ুন-  
 
 
 

তবে গবেষণা বলছে, বয়স্ক ব্যক্তিদের মধ্যে পরিচ্ছন্ন থাকার প্রবণতা বেশি। কমবয়সিরা সেই তুলনায় বেশি ভুলে যান। খাবার খাওয়ার সময় এই ভুলে যাওয়ার হার আরও বেড়ে যায়। 

handwash

পরিসংখ্যান থেকে আরও জানা যায়, পুরুষদের মধ্যে ভুলে যাওয়ার হার বেশি। নারীরা এই ব্যাপারে তুলনামূলক বেশি সচেতন থাকেন। অন্যদিকে বাথরুমে মোবাইল ব্যবহারের হারও কমবয়সিদের মধ্যে বেশি। এমনটাই জানাচ্ছে গবেষণা।

এনএম