নিশীতা মিতু
০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম
গাছ যারা ভালোবাসেন তারা সবসময়ই চারপাশের পরিবেশ সবুজে রাঙাতে চান। হোক বারান্দা কিংবা ঘরের কোণা, টেবিল— গাছ দিয়ে সাজান। বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গাছ মানি প্ল্যান্ট। নামমাত্র যত্নে হেসে খেলে বেঁচে থাকে গাছটি। টিকে থাকে মাটি-পানি দুই ক্ষেত্রেই।
ইংরেজিতে গাছটি গোল্ডেন প্যাথোস বা ডেভিলস আইভি নামেও পরিচিত। ফরাসি পলিনেশিয়ার দ্বীপপুঞ্জের মো'ওরিয়া নামক দ্বীপ এর আদি নিবাস। এই গাছটি সিলোন লতা, সিলভার ভাইন, গুড লাক ট্রি, ত্যারো ভাইন, হান্টারস রোব, সোলোমন আইল্যান্ড আইভি নামেও পরিচিত।
মানি প্ল্যান্টের সবুজ পাতাগুলো দেখতে কার না ভালো লাগে? আলো-রোদ ছাড়াও দিব্যি নিজের রঙ ধরে রাখে গাছটি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই গাছের নাম কেন মানি প্ল্যান্ট? এর পেছনে কি কোনো কারণ আছে?
তার আগে চলুন কয়েন প্ল্যান্ট সম্পর্কে একটু বলে নিই। এটিও মানি প্ল্যান্টের মতো একটি গাছ যা মাটি ও পানি উভয় স্থানে হয়। এর গোলাকার, পুরু, চ্যাপ্টা পাতা দেখতে অনেকটা কয়েনের মতো। এজন্যই এমন নামকরণ। সেই সূত্রে মানি প্ল্যান্টের নামকরণ হয়েছে বলে কেউ কেউ মনে করে।
মানি প্ল্যান্টের নামকরণের পেছনে একটি বহুল প্রচলিত গল্প রয়েছে। তাইওয়ানের একজন দরিদ্র ব্যক্তি ছিলেন। একবার তিনি গভীর এক সমস্যায় পড়েছিলেন। তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন তিনি তাকে এই আর্থিক দুর্দশা থেকে মুক্তি দেন।
এরপর একদিন তিনি তার বাগানে একটি গাছ খুঁজে পান। তার কাছে মনে হয় স্রষ্টা তার প্রার্থনায় সাড়া দিয়ে সব সমস্যার সমাধান হিসেবে এই গাছ দিয়েছেন। তিনি গাছটির নিয়মিত পরিচর্যা শুরু করেন। তার যত্নে, চেষ্টায় গাছটি বীজ, বাদাম ও আরও গাছ উপহার দেয়। তিনি এগুলো বিক্রি করেন। গাছের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। সেসঙ্গে বাড়ে আয়ও। এভাবেই তিনি তার অর্থকষ্ট দূর করেন।
বলা হয় এই কারণেই গাছটিকে মানি প্ল্যান্ট বলা হয়। অনেকে আবার মনে করেন, মানি প্ল্যান্ট পজিটিভিটি আর সুসময়ের বার্তা বহন করে। অর্থাৎ ঘরে গাছটি রাখলে সুখবর পাওয়া যায়। সংসারে সমৃদ্ধি বা অর্থ আসে। যদিও এটি কেবলই বিশ্বাস। এর পেছনে কোনো যৌক্তিকতা বা প্রমাণ নেই।
অনেকেই বন্ধু, পরিবারের মানুষ কিংবা আত্মীয়দের উপহার হিসেবে মানি প্ল্যান্ট দিয়ে থাকেন। চোখের প্রশান্তির পাশাপাশি জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে গাছটি— এই বিশ্বাসে। আপনি এসব বিশ্বাস না করলেও ঘরে কিংবা অফিসের ডেস্কে মানি প্ল্যান্টের দুটো ডাল রাখতে পারেন। এর পাতাগুলো যেমন গৃহসজ্জায় দারুণ ভূমিকা রাখবে, তেমন গাছের যত্ন নিয়ে ভালো থাকবে আপনার মন।
এনএম