লাইফস্টাইল ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
হাতের সৌন্দর্য অনেকটা নির্ভর করে কনুইয়ের পর। পুরো হাত যদি সুন্দর হয় কিন্তু কনুই কালচে থাকে তাহলে তা দেখতে ভালো লাগে না। কেন এমন হয়? টেবিলে হাত রাখলে অনেকসময় কনুইতে ঘষা লাগে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে কনুইয়ে বিশ্রি কালচে দাগ পড়ে।
কনুই থেকে কালো দাগ দূর করতে অনেকে পার্লারে যান। রাসায়নিক মিশ্রত ব্লিচের মাধ্যমে এই দাগ হালকা হয় ঠিকই, কিন্তু তা দীর্ঘমেয়াদি হয় না। ব্লিচের কারণে ক্ষতি হয় ত্বকেরও। রূপটানবিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক ছাড়া এই কালো দাগ দূর করতে চাইলে ভরসা রাখতে পারেন মধু ও কাঁচা দুধে।

মধু কীভাবে কনুইয়ের কালচে দাগ তুলতে সাহায্য করে?
ত্বকের গভীরে গিয়ে উন্মুক্ত রন্ধ্র পরিষ্কার রাখে মধু। পাশাপাশি এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে মধুর জুড়ি মেলা ভার। এটি ত্বকের মসৃণ ভাব বজায় রাখতেও সাহায্য করে।
কাঁচা দুধ কীভাবে কনুইয়ের কালচে দাগ তুলতে সাহায্য করে?
কাঁচা দুধে ভিটামিন এ-এর পরিমাণ বেশি। এটি ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে কাঁচা দুধ।

কীভাবে কাঁচা দুধ ও মধু ব্যবহার করবেন?
প্রথমে ছোট একটি পাত্রে কাঁচা দুধ আর মধু সম পরিমাণে মিশিয়ে নিন। এবার কনুইয়ের কালচে অংশে ওই মিশ্রণ মেখে রাখুন ২০ মিনিট। চাইলে ওই মিশ্রণের সঙ্গে কফিও মেশাতে পারেন।
শুকিয়ে গেলে হালকাভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন নিয়ম করে এই টোটকা মেনে চললেই দূর হবে কনুইয়ের কালো দাগ।
এনএম