images

লাইফস্টাইল

স্টেম থেরাপিতেই দূর ডায়াবেটিস, আশার আলো দেখাচ্ছে নতুন গবেষণা 

লাইফস্টাইল ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

ডায়াবেটিস যেন এক আতঙ্কের নাম। একবার এই রোগ সঙ্গী হলে আর বিদায় নেয় না। অনেকে অল্প বয়সেই আক্রান্ত হন টাইপ ১ ডায়াবেটিসে। এই অটোইউমিন রোগে আক্রান্ত হলে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে শরীরে ইনসুলিন উৎপাদনের হার কমে যায়। 

সম্প্রতি চিনের তিয়ানজিন প্রদেশের বাসিন্দা টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ২৫ বছর বয়সি এক তরুণীর শরীরে স্টেম সেল থেরাপি প্রয়োজন করা হয়। এরপর তার দেহে ইনসুলিন ক্ষরণের মাত্রা স্বাভাবিক হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা এই প্রথম।

diabetes2

স্টেম থেরাপির জন্য প্রথমে ওই তরুণীর শরীর থেকেই কোষ সংগ্রহ করা হয়েছিল। থেরাপির ৩ মাসের মধ্যেই তার শরীরে ইনসুলিন ক্ষরণের মাত্রা স্বাভাবিক হয়েছে। এক সাক্ষাৎকারে ওই তরুণী বলেন, ‘এখন আমি সবকিছু খেতে পারছি। প্রতিস্থাপনের এক বছরের মাথায় আমি আবার সব কিছু খাওয়া শুরু করেছি।’

এ বিষয়ে কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ট্রান্সপ্ল্যান্ট সার্জন জেমস সাপিরো বলেন, ‘নিয়ম করে ইনসুলিন নিতেন, এমন রোগীর শরীরে স্টেম থেরাপির সাহায্যে টাইপ-১ ডায়াবেটিসকে পাকাপাকি ভাবে নিরাময় করা সম্ভব হয়েছে।’

diabetes3

সম্প্রতি ‘সেল’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রের রিপোর্ট অনুযায়ী, এই বছরের শুরুর দিকে ৫৯ বছর বয়সি টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত এক রোগীর শরীরেও স্টেম থেরাপির সাহায্যে ইনসুলিনের ক্ষরণ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। স্টেম থেরাপির পর থেকে তার আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়েনি। তবে টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে চিনের ঘটনাই প্রথম। এ থেকে স্বাভাবিক জীবনে ফেরার আশার আলো দেখছেন ডায়াবেটিসে আক্রান্ত অগণিত মানুষ।

এনএম