images

লাইফস্টাইল

আলিয়ার মতো ‘নো মেকআপ’ লুক চাই? মানুন এসব টিপস

লাইফস্টাইল ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

ভারী মেকআপ পছন্দ করেন না অনেকেই। হালকা মেকআপে নিজেকে যদি লাস্যময়ী দেখানো যায় তাহলে মন্দ হয় না। এই যেমন ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট। দেখলে মনে হয় যেন কোনো মেকআপই করেনই। অথচ সৌন্দর্য ফুটে উঠেছে পুরোটাই। এমন মেকআপকে ‘নো মেকআপ’ লুক বলা হয়। দিন দিন এর চাহিদাও বাড়ছে।  

আপনিও কি আলিয়ার মতো নো মেকআপ লুক চান। তাহলে মানতে হবে কিছু টিপস। কী সেগুলো? চলুন জেনে নিই- 

alia1

রূপ বিশেষজ্ঞদের মতে, ‘নো মেকআপ’ লুকের জন্য ত্বকের স্বাস্থ্য ভাল হওয়া প্রয়োজন। তাই নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। ক্লিনজিং এর মাধ্যমে শুরু হয় ত্বকের যত্ন নেওয়া। এরপর স্প্রে করে নিতে হয় টোনার। সবশেষে মাখতে হয় ময়েশ্চারাইজার। সপ্তাহে এক বার এক্সফোলিয়েট করতে পারলে ফেরে ত্বকের জেল্লা। 

ত্বকের পর আসা যাক মেকআপের কথায়। নো মেকআপ লুকের জন্য আলাদা করে ফাউন্ডেশন মাখার প্রয়োজন নেই। টিন্টেড ময়েশ্চারাইজার বা ‘বি বি ক্রিম’ মাখলেই কাজ হয়ে যায়। মুখের কোথাও যদি অবাঞ্ছিত দাগছোপ থাকে, সেক্ষেত্রে কনসিলারের সাহায্যে তা ঢেকে ফেলুন। এরপর আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুযুগল এঁকে নিন। পেন্সিল দিয়ে ভ্রু আঁকার অভ্যাস না থাকলে আইব্রো পাউডারও ব্যবহার করতে পারেন।

alia2

ঠোঁটের রঙের সঙ্গে মানিয়ে দু’গালে হালকা লালচে আভা আনতে পারেন ব্লাশের সাহায্যে। ত্বকে চকচকে ভাব আনতে অনেকেই হাইলারটার ব্যবহার করেন। যদি বেশি চকচকে ভাব আনতে চান তাহলে এই উপাদানটি ব্যবহার করতে পারেন। 

সকালে কোনো অনুষ্ঠান থাকলে লিপ টিন্ট বা টিন্টেড লিপ বাম মাখতে পারেন। এতে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ঠোঁটে গোপালি আভাও থাকবে। আর সবমিলিয়ে আপনাকে দেখাবে মিষ্টি। 

এনএম