images

লাইফস্টাইল

আপনার সন্তান যৌন হেনস্তার শিকার নয় তো?

লাইফস্টাইল ডেস্ক

১৯ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম

সম্প্রতি কলকাতায় ধর্ষণের শিকার হয়ে জীবন হারিয়েছেন একজন নারী। এরপরই নতুন করে আলোচনায় এসেছে যৌন হেনস্তার কথা। কেবল নারীরা যে এর শিকার হন তা কিন্তু নয়। ছেলেরাও নিগ্রহের শিকার হয়। এমনকি এই তালিকা থেকে বাদ যায় না শিশুরাও। 

কম বয়সে শিশুর গায়ে যে নখের আঁচড় বসে তার দাগ গায়ে থেকেই যায়। মনের মধ্যে যা রয়ে যায় সারাজীবন। অসহায় শিশুমন বেশিরভাগ সময় বুঝে উঠতে পারে না তার সঙ্গে কী হচ্ছে। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু মা-বাবার। তাই তার সঙ্গে কী হচ্ছে না হচ্ছে তা আন্দাজ করার দায়িত্ব আপনার। 

kid1

কীভাবে বুঝবেন আপনার শিশু যৌন হেনস্তার শিকার হয়েছে বা হচ্ছে? বিশেষজ্ঞরা এর কিছু লক্ষণ জানিয়েছেন। এসব দিকে নজর রাখা জরুরি- 

অস্বাভাবিক আচরণ

হঠাৎ করেই কি আপনার শিশুর আচরণ বদলে গেছে? মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে? তাহলে সতর্ক হোন। শিশু যদি কিছু বললেই বিরক্ত হয়, অতিরিক্ত দুষ্টুমি করে, রেজাল্ট খারাপ করে তাহলে একটু নতুন করে সব ভাবুন। হয়ত ইচ্ছে করে শিশু এমনটা করছে না। এমন পরিস্থিতিতে শিশুর সঙ্গে কথা বলুন। 

kid2

ভয়

আপনার ছেলে বা মেয়েটা কি ইদানীং কেমন যেন চুপ করে গেছে? সারাক্ষণ চুপসে থাকে? যৌন নির্যাতনের শিকার হলে শিশু ছোটোখাটো বিষয়েই ভয় পেয়ে যায়। এমনটা হলে সে কিসে ভয় পাচ্ছে তা জানতে চেষ্টা করুন। শিশু কোনো কারণে নিগ্রহের শিকার হচ্ছে কিনা তা খুঁজে দেখুন।

এড়িয়ে চলা 

কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শিশু এড়িয়ে চললে সচেতন হোন। যৌন হেনস্তার শিকার হলে শিশু নির্দিষ্ট ব্যক্তিকে এড়িয়ে চলে। আদর করে ডাকলেও ভয়ে পালিয়ে যায়। কিছুতেই ওই মানুষটার কাছে যেতে চায় না। এমনটা হলে সতর্ক হোন। শিশু কেন সেই ব্যক্তিকে ভয় পাচ্ছে তা জানার চেষ্টা করুন। 

kid3

যৌনতায় আগ্রহ

হঠাৎ করে কি আপনার শিশু অশালীন ভাষা ব্যবহার করতে শুরু করেছে? টেলিভিশন কিংবা কম্পিউটারে প্রাপ্তবয়স্কের ছবি দেখার আগ্রহ বাড়ছে? তাহলে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। হয়তো সে জানতে চাইছে তার সঙ্গে কী হয়েছে।

শারীরিক সমস্যা

অল্প বয়সে শারীরিক শোষণের শিকার হলে শিশুদের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। আপনার শিশু কোনো যৌন সমস্যায় ভুগলে তাকে অবশ্য ভালোভাবে ডাক্তার দেখান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 

kid4

ইশারা

কিছু কিছু ক্ষেত্রে শিশুরা ইশারা দিয়ে নিজের সমস্যা বোঝানোর চেষ্টা করে। আপনার শিশুর ব্যবহারে কোনো অস্বাভাবিকত্ব দেখলে তা এড়িয়ে যাবেন না। তার ইশারা বুঝতে চেষ্টা করুন। তাকে বুঝুন। তাহলে সেও আপনাকে বোঝাবে তার সঙ্গে কী হয়েছে বা হচ্ছে। 

সময় থাকতেই সাবধান হোন। শিশুর আচরণে বিশেষ পরিবর্তন দেখলে আদর করে আলোচনা করুন। তাকে আগে থেকে অযাচিত স্পর্শ সম্পর্কে জানিয়ে রাখুন। 

এনএম