লাইফস্টাইল ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ০২:৫২ পিএম
তুলসি পাতার গুণের কথা কম-বেশি সবার জানা। সর্দি-কাশিতে দারুণ কাজ করে এই পাতা। হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে মানসিক চাপ কমানো— সবকিছুতেই এর উপকারিতা রয়েছে। কিন্তু কখনো কি ভেবেছেন, তুলসি পাতা খেয়ে দিন শুরু করলে কী হয়? জানুন খালিপেটে তুলসি পাতা খাওয়ার উপকারিতা-
উদ্বেগ কমায়
তুলসির অভিযোজিত বৈশিষ্ট্য রয়েছে। ফলে এটি স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে। পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তুলসি পাতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে ভিটামিন সি এবং কে যা নানা রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। সকালে খালি পেটে তুলসি পাতা খেলে সাধারণ সর্দি ও ফ্লুর মতো অসুস্থতার ঝুঁকি কমে।
প্রদাহ কমায়
তুলসিতে থাকা বিভিন্ন যৌগ প্রদাহ কমায়। এটি সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়।

টক্সিন দূর করে
শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে তুলসি পাতা। এটি দেহ টক্সিনমুক্ত করে সিস্টেমগুলোকে শুদ্ধ করতে সাহায্য করে।
কীভাবে খাবেন তুলসি পাতা?
আপনি চাইলে তিন-চারটে তুলসি পাতা মুখে নিয়ে চিবিয়ে খেতে পারেন। কিংবা আগের রাতে তুলসি পাতা পানিতে ভিজিয়ে রেখে পরের দিক সকালে সেই পানি খেতে পারেন। তবে উপকারি হলেও রোজ তুলসি পাতা চিবিয়ে খাওয়া যাবে না বলে মনে করেন অনেকেই।

তুলসি পাতার মধ্যে প্রচুর পরিমাণে পারদ ও লৌহ যৌগ থাকে। সরাসরি চিবিয়ে খেলে এই পারদ ও লৌহ যৌগ মুখের মধ্যে নিঃসৃত হয়। যা দাঁতের ক্ষতি করতে পারে।
এনএম