images

লাইফস্টাইল

আলমারিতে রাখা পোশাকের যত্ন নেওয়ার উপায় 

লাইফস্টাইল ডেস্ক

১৪ জুলাই ২০২৪, ১২:৫৩ পিএম

গোসল শেষে আলমারির সামনে দাঁড়ালেই মন জুড়ে একরাশ দ্বিধার জন্ম নেয়। কোন পোশাকটি পরবেন তা কিছুতেই বুঝতে পারেন না। এদিকে কদিন আগে গোছালেও আলমারি জুড়ে অযত্নের ছাপ স্পষ্ট। আর এমন এমনভাবে রাখার কারণে বেশিরভাগ পোশাকই কুঁচকে চায়। 

আসলে কেবল কাপড় রাখলেই হবে না। সেগুলোর সঠিক যত্ন নেওয়াও জরুরি। চলুন জেনে নিই কীভাবে আলমারিতে রাখা জামাকাপড়ের যত্ন নেবেন- 

cloth2

একেক তাকে একেক পোশাক 

ভিন্ন ধরনের জামাকাপড় ভিন্ন তাকে রাখুন। একটি তাকে রাখুন শাড়িগুলো। প্রতিদিন পরতে হয় এমন পোশাকগুলোকে সাজান এক তাকে। আবার অফিসে পরে যাবেন এমন পোশাকগুলো একটি তাকে রাখুন। আলমারিতে রাখার আগে পোশাকগুলো আয়রন করে নিন। 

পরিষ্কার করুন নিয়মিত 

প্রতিদিন না হলেও অন্তত দুই-একদিন অন্তর আলমারি পরিষ্কার করুন। প্রতিটি তাকে একটি করে ন্যাপথলিন রেখে দিন। এতে পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা হ্রাস পাবে। ন্যাপথলিনের পাশাপাশি কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও ছড়িয়ে রাখতে পারেন।

cloth3

আগেই ঠিক করুন 

পরদিন কোন পোশাকটি পরে বাইরে বের হবেন তা আগের রাতেই ঠিক করে গুছিয়ে রাখুন। তাড়াহুড়া করে জামাকাপড় বের করতে গেলে আলমারির সব পোশাক অগোছালো হয়ে যায়। তারচেয়ে আগে থেকেই গুছিয়ে রাখা ভালো। এতে সময়ও বাঁচে, আলমারিও গোছানো থাকে।