images

লাইফস্টাইল

ডায়াবেটিসের সঙ্গে কি জরায়ু ক্যানসারের সম্পর্ক আছে? 

লাইফস্টাইল ডেস্ক

৩০ জুন ২০২৪, ১০:১০ এএম

বিশ্বব্যাপী বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাচ্ছে অনেকেরই। পুরো পৃথিবীতে বিভিন্ন বয়সের কয়েক কোটি মানুষ বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত। এর জেরেই বাড়ছে হার্ট, কিডনি, স্নায়ু, প্রদাহসহ নানা স্বাস্থ্য সমস্যা। 

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত নারীদের জরায়ু ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি। তাই এবিষয়ে সচেতন হওয়া জরুরি। 

cancer2

ডায়াবেটিসের সঙ্গে জরায়ুর ক্যানসারের সম্পর্ক কী? 

প্রথমত, ডায়াবেটিস থাকলে শরীরে হরমোনের ওঠা-নামা ঘটে। ইনসুলিন হরমোনের ঘাটতি কিংবা অতিরিক্ত ক্ষরণ— কোনোটিই জরায়ুর জন্য ভালো নয়। ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে গেলে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের মাত্রাও বেড়ে যেতে পারে। ফলে জরায়ুর ভেতর কোষ বিভাজনের হারও বেড়ে যায়। পরবর্তীতে যা ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ায়। 

দ্বিতীয়ত, ইনসুলিন হরমোনের উৎপাদন বা ক্ষরণ বৃদ্ধি পেলে দেহের ওজন বেড়ে যেতে পারে। এই কারণেও জরায়ুর ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এছাড়া শরীরে প্রদাহজনিত সমস্যা বেড়ে যাওয়ার পেছনেও ডায়াবেটিসের ভূমিকা রয়েছে। 

cancer3

জরায়ুর ক্যানসার প্রতিরোধ করার উপায় কী?

জরায়ুর ক্যানসার প্রতিরোধের অন্যতম মূল শর্ত হলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা। এছাড়া দেহের বাড়তি ওজন বা স্থূলতাও অনেক রোগের কারণ হয়। তাই ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।  

যেসব নারীরা ধূমপান করেন, তাদেরও এই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। ডায়াবেটিস থাকলে ধূমপায়ীদের জরায়ুর ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়।

cancer4

ক্যানসার প্রতিরোধ করতে চাইলে অবশ্যই নিয়মিত পরীক্ষা করানো জরুরি। ২৫ বছর বয়সের পর থেকে তিন বছর অন্তর এক বার ‘প্যাপ স্মিয়ার’ পরীক্ষা করিয়ে নিন। এতে প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লেও চিকিৎসা সহজ হবে। 

এনএম