images

লাইফস্টাইল

বিফ কোরমা রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক

২৪ জুন ২০২৪, ০২:২২ পিএম

images

ঈদ এক সপ্তাহ আগে চলে গেলেও উৎসবের রেশ এখনও কাটেনি। গরু আর খাসির মাংসের বাহারি পদ রান্না করছেন গৃহিণীরা। এমনই একটি মজার পদ বিফ কোরমা। কীভাবে গরুর মাংস দিয়ে কোরমা রান্না করবেন চলুন জেনে নেওয়া যাক সেই রেসিপি- 

উপকরণ

গরুর মাংস- ১ কেজি
টক দই- ১ কাপ
পেঁয়াজ বাটা- আধা কাপ
আদা-রসুন বাটা- ১ টে চামচ
ধনিয়া-জিরা গুঁড়ো- আধা চা চামচ
মরিচ গুঁড়ো- ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ

beef1
এলাচ- ৪/৫টি
দারুচিনি- ৩ টুকরা
তেজপাতা- ২ টি
গোলমরিচ- ৪/৫টি
লবঙ্গ- ৩/৪ টি
তেল/ঘি- পরিমাণমতো
বেরেস্তা- দেড় টে চামচ
গুঁড়ো দুধ- ২ টে চামচ
চিনি- ১ স্বাদমতো
কাঁচামরিচ- ৩/৪টি

beef3

প্রণালি

মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা গুঁড়ো, দই, গরম-মসলা আস্ত+গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখুন দেড়-দুই ঘণ্টা। 

পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে মেরিনেট করা মাংস দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন। মাংস ভালোভাবে কষানো হলে মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি নিয়ে তাতে গুঁড়ো দুধ গুলিয়ে মাংসে যোগ করুন।

অন্য একটি হাঁড়িতে আধা কাপ তেল নিয়ে গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে তুলে নিন। বেরেস্তা ভাজা হয়ে গেলে এই গরম তেলেই কষানো মাংস ঢেলে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল পছন্দের ঘনত্বের হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা, চিনি, ঘি আর আস্ত ৩/৪টি কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে ঢাকনা ৫ মিনিট ঢেকে রেখে চুলা বন্ধ করে দিন। এতে কোরমায় ঘি, বেরেস্তা ও কাঁচামরিচে সুগন্ধ দারুণভাবে ছড়িয়ে যাবে।

পরিবেশন করুন পোলাও, গরম ভাত কিংবা পরোটার সঙ্গে।