images

লাইফস্টাইল

বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক?

লাইফস্টাইল ডেস্ক

২১ জুন ২০২৪, ০৬:২৪ পিএম

বুকে ব্যথা হলেই কিন্তু মনে বাসা বাঁধে আতঙ্ক। কিন্তু সব বুকে ব্যথাই কি হার্ট অ্যাটাকের ইঙ্গিত বয়ে আনে? নাকি বহু ক্ষেত্রে এর পেছনে থাকে সাধারণ কোনও সমস্যা কয়েক দশকে বেড়েছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এমনকি আজকাল বয়স মাত্র ৩০ পার হওয়ার পরই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে। যার ফলে জনমানসে এই রোগ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। বুকে সামান্য ব্যথা হলেই মনে বাসা বাঁধছে ভয়। এই বুঝি হৃদরোগ চেপে ধরল, ভেবে দুশ্চিন্তা বাড়ছে।

তবে প্রশ্ন হল, বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাকের ইঙ্গিত? নাকি এর পিছনে অন্য কোনও কারণও থাকতে পারে?

heart

বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক?

না, বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়। তবে বুকে অসহ্য ব্যথা হলে তাকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না। বিশেষত যদি বুকে ব্যথার জন্য শ্বাস নিতে কষ্ট হয়। বুকটা চাপ ধরে থাকে। ব্যথাটা যদি ঘাড়, থুতনি, বাম হাতের দিকে যায়, তাহলে অবশ্যই সবাধান হয়ে চিকিৎসকের কাছে যান। কারণ, এমন লক্ষণের পিছনে হার্ট অ্যাটাকের ইঙ্গিত থাকলেও থাকতে পারে।

আরও পড়ুন: এই ফল খেলে বিপদ হতে পারে গর্ভবতীদের! 

জরুরি রোগ নির্ণয়

বুকে ব্যথা নিয়ে কোনও রোগী এলে সবার প্রথমে তার কাছে রোগ লক্ষণ জিজ্ঞেস করেন চিকিৎসক। তারপর প্রয়োজন মনে করলে দেন ইসিজি। এর পাশাপাশি ট্রপ টি এবং ট্রপ আই– এই দুই রক্তপরীক্ষাও দেওয়া হয়। সাধারণত এসব টেস্টের মাধ্যমেই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। তারপর হার্ট অ্য়াট্যাক হয়েছে বুঝলে সেই মতো অ্যাঞ্জিওপ্লাস্টি বা অন্যান্য চিকিৎসার সাহায্য নেওয়া হয়।

heart_pic

রিফ্লাক্স ডিজিজ

খাবার হজমের জন্য আমাদের পাকস্থলীতে স্টমাক অ্যাসিড বেরিয়ে আসে। এবার কোনও কারণে এই অ্যাসিড খাদ্যনালী বেয়ে উপরের দিকে উঠে আসলেই মুশকিল। সেক্ষেত্রে বুকে ব্যথার মতো অনুভূতি হতে পারে। এমনকি বুকের চারপাশটা জ্বালাও করতে পারে। আর এই সমস্যার নামই হল রিফ্লাক্স ডিজিজ। তাই বুকে ব্যথা অনুভূত হলে এই রোগটির কথাও মাথায় রাখতে হবে।

বিপদের অপর নাম কসটোকনড্রাইটিস

আমাদের বুকের হাড়ের কার্টিলেজের প্রদাহজনিত সমস্যা হল কসটোকনড্রাইটিস। এক্ষেত্রে বুকের কোনও একটি নির্দিষ্ট জায়গায় খুব ব্যথা হয়। আর সেই কারণেই সাধারণ মানুষ এই রোগটির লক্ষণের সঙ্গে হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলেন। তবে এই রোগ নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। বরং চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলেই কিন্তু অনায়াসে এই রোগের ফাঁদ কাটিয়ে সেরে ওঠা যায়। তাই বুকে ব্যথা শুরু হলে, সেই সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

pain_pic

হার্টের হাল ফেরাতে মেনে চলুন এসব নিয়ম​-

১. ধূমপান বন্ধ করুন
২. মদ্যপান এড়িয়ে চলুন
৩. এড়িয়ে চলুন ফাস্টফুড
৪. বাড়ির তেল, মসলাদার খাবারও চলবে না
৫. ঘি, মাখন যতটা সম্ভব এড়িয়ে চলুন
৬. খাসির মাংস কম খান।
৭. ময়দার তৈরি খাবারও খাওয়া চলবে না
৮. পাতে থাকুক শাক ও সবজি
৯. সুগার, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন
১০. রোজ ৩০ মিনিট ব্যায়াম করুন। 

এজেড