লাইফস্টাইল ডেস্ক
০৪ মে ২০২৪, ১১:৩৯ এএম
রোদের তাপ, ধুলোবালি আর ধোঁয়া সবই চুলের জন্য ক্ষতিকর। গ্রীষ্মে এই ৩টি বিষয়ই চুলের ওপর সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলে। রোদে বের হলে ত্বকের জন্য সচেতন থাকলেও চুলের ব্যাপারে কেউ মাথা ঘামান না। কিন্তু গরমে চুল হয়ে যায় রুক্ষ আর শুষ্ক। পাশাপাশি বাড়ে চুল পড়া সমস্যাও। এসময় তাই চুলের বাড়তি যত্ন প্রয়োজন।
গ্রীষ্মে চুলের যত্ন নিতে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন অ্যালোভেরায়। খুশকি ও অন্যান্য সংক্রমণ দূর করতেও দারুণ কাজ করে এটি। অ্যালোভেরার কিছু ঘরোয়া হেয়ার প্যাক সম্পর্কে চলুন জেনে নিই-

মধু, নারকেল তেল আর অ্যালোভেরার প্যাক
শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে এবং চুলের জেল্লা ফেরাতে এই মিশ্রণটির জুড়ি মেলা ভার। এক চামচ মধু, দু’চামচ নারকেল তেল আর দু’চামচ অ্যালোভেরা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গোসলের আধা ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল।
দই ও অ্যালোভেরার প্যাক
চুলের জেল্লা ধরে রাখতে দারুণ কার্যকর এই প্যাক। দুই চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। দশ মিনিট এই মিশ্রণ মাথার ত্বকে মালিশ করুন। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

অ্যালোভেরা ও ডিমের প্যাক
একটি পাত্রে ডিমের কুসুম, দু’চামচ অ্যালোভেরা আর এক চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধিতে এবং চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।