images

লাইফস্টাইল

ঈদের দিনেও যাদের ছুটি নেই

ফিচার প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৪, ০৯:৪২ এএম

আজ ঈদ উল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের বড় উৎসব। এক মাস টানা রোজা রাখার পর প্রিয়জনদের নিয়ে আনন্দ করার দিন। এই উপলক্ষে চলছে সরকারি ছুটি। কিন্তু কিছু পেশার মানুষ ঈদের ছুটি উপভোগ করার চেয়ে সেবায় নিয়োগ। সার্বক্ষণিক ও জরুরি পরিষেবা চালু রাখতে ২৪ ঘণ্টাই তাদের নিয়োজিত থাকতে হচ্ছে কর্মে। 

ঈদের সময় সরকারি-বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু প্রতিষ্ঠানের দায়িত্বের ধরন এমন যে, সেগুলোতে সারা বছর এক মুহূর্তের জন্যও কাজ বন্ধ থাকে না। ঈদের ছুটি উপেক্ষা করেও শহরের পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, কারাগারে দায়িত্বপ্রাপ্তরা, চব্বিশ ঘণ্টার সংবাদ মাধ্যম, হাসপাতাল, পরিবহন কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবীদের ঈদের দিনেও কাজ করতে হয়। একই দায়িত্ব পালন করেন বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের নিরাপত্তা কর্মীরাও। ঈদেও ছুটি নেই তাদের। তাদের জীবনে ঈদ কর্মস্থলে থেকেই উদযাপন করতে হয়।

o

আইন শৃঙ্খলা বাহিনী  

সাধারণ মানুষের ঈদের আনন্দকে নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা রাতদিন পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। যারা নাড়ির টানে বাড়ি কিংবা অফিসে তালা ঝুলিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন, তাদের সবকিছু নিরাপদে থাকার জন্য নগরজুড়ে নিরাপত্তা দিতে প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চিকিৎসক ও নার্স

মুমূর্ষু ও জরুরি রোগীদের সেবায় ঈদের দিনও হাসপাতালে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও আয়ারা। ঈদে হাসপাতালের রোগী ও সেবাদানকারী কর্মীদের সময় কাটে সবচেয়ে করুণভাবে। অনেকে ছুটিতে চলে যাওয়ায় যারা দায়িত্বে থাকেন, তারাই বাড়তি চাপ সামলান দ্বিগুণ পরিশ্রম করে।

WB

সাংবাদিক

যারা চব্বিশ ঘণ্টার অনলাইন নিউজ পোর্টাল, রেডিও-টেলিভিশনে কাজ করেন তাদের অনেককেই ঈদের সময় দায়িত্ব পালন করতে হয়। এই দুই মাধ্যমের সাংবাদিকসহ অন্যান্য প্রয়োজনীয় কলাকুশলীদেরও থাকতে হয় দায়িত্বের মধ্যে। মিডিয়া হাউজগুলোকে ঈদ উৎসব নিয়ে অনেক নিউজ কাভার ও প্রোগ্রাম তৈরি করতে হয়। এটাকেই তারা ঈদ আনন্দেরই অংশ হিসেবে মনে করেন। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়ানো এমন সৌভাগ্য খুব কম জনেরই হয়।

টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরাও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে না পারলেও ঈদের দিন অন্যের আনন্দে শামিল হয়ে সেই দুঃখটা ভুলে থাকার চেষ্টা করেন তারা।

edi

জরুরি পরিষেবা

নগরের জরুরি পরিষেবা সচল রাখতে কাজ করছেন এক ঝাঁক কর্মী। এদের মধ্যে আছেন জরুরি বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের ঈদ কাটে নাগরিকদের পরিষেবা দিতে কর্মব্যস্ততায়। 

এজেড