images

লাইফস্টাইল

নীরবে বাড়তে পারে কোলেস্টেরল, এসব ইঙ্গিত দেখলেই সাবধান! 

লাইফস্টাইল ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তার প্রভাব পড়ে শরীরে। নিরবেই এই উপাদান বাড়তে থাকে। শরীরের এমন কিছু লক্ষণ আছে যা দেখে সহজেই বোঝা যায় যে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে। চলুন এমন কিছু লক্ষণ জেনে নিই- 

পায়ে ব্যথা 

মাঝেমধ্যে পায়ে ব্যথা করা কোলেস্টেরলের মাত্রা বাড়ার কারণ হতে পারে। অনেকসময় পায়ে ফোলাভাবও দেখা দেয়। তাই দীর্ঘদিন ধরে পায়ে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও রক্ত সঞ্চালনের অভাবে পায়ের ত্বকে বিবর্ণতা দেখা যায়। ফলে ত্বকে অনেকসময় নীল বা বেগুনি দেখা দেয়। অক্সিজেনের অভাবে এমনটা হয়ে থাকে।  

feet

হাত-পা ঠান্ডা লাগা 

কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে ধমনী সংকুচিত হতে শুরু করে। ফলে ঠিকমতো রক্ত প্রবাহ হয় না। আর রক্ত প্রবাহে বাধার কারণে হাত-পা প্রায়ই ঠান্ডা হয়ে যায়। এজন্য প্রায়ই হাত-পা ঠান্ডা হতে দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। 

গায়ে ব্যথা 

কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে গায়ে ব্যথা হয়। অনেকের হাতে পায়েও ব্যথা অনুভব হতে পারে। ফলে ধমনীতে ব্লকেজ বা সংকীর্ণ হয়ে যাওয়া, রক্ত চলাচলে সমস্যা হওয়া ইত্যাদি দেখা দেয়। ঠিকমতো রক্ত চলাচল করতে না পারায় এই ব্যথার সৃষ্টি হয়। 

feet1

পায়ে ক্ষত 

কোলেস্টেরলের পরিমাণ বাড়কে পায়ে ক্ষত দেখা দিতে পারে। এটি সহজে সারে না কিংবা সারতে অনেক সময় লাগে। এমন সমস্যা দেখা দিলে তা হালকাভাবে না নিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। 

এনএম