images

লাইফস্টাইল

এভাবে প্রপোজ করলে প্রিয়জন হ্যাঁ বলবেই 

লাইফস্টাইল ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

মনের কথা প্রাণ খুলে বলার দিন আজ। প্রিয়জনকে ভালোবাসা কিংবা একসঙ্গে জীবন কাটানোর কথা বলার উপযুক্ত সময় এসেছে। কারণ আজ প্রপোজ ডে। অনেকে ভাবেন, হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেই তিনি রাজি হয়ে যাবেন। এ ধারণা কিন্তু ঠিক নয়। 

যুগের সঙ্গে সবকিছুতেই পরিবর্তন এসেছে। প্রপোজের বিষয়টিও তাই হতে হবে বিশেষ। প্রিয়জনকে কীভাবে প্রপোজ করলে তিনি অবশ্যই হ্যাঁ বলবেন, চলুন জানা যাক-

rose

নিজের মতো করে প্রপোজ করুন

প্রিয়জনকে প্রপোজ করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি। এজন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। আপনার হৃদয় কী বলে, মন কী চায় সেভাবেই আগাতে হবে। প্রিয়জনকে ভালোবাসার কথা জানানোর উপায় যেমনই হোক না কেন তাতে যেন নিজস্বতা থাকে সেদিকে খেয়াল রাখুন। এতেই অপরপক্ষের মন গলতে পারে। 

ক্যান্ডেল লাইট ডিনার

প্রেমের প্রস্তাব দেওয়ার ক্লাসিক একটি পদ্ধতি এটি। পুরনো হলেও কাপলদের মধ্যে এখনও এটি বেশ জনপ্রিয়। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে এই উপায়টি আদর্শ। আবছা আলো, মনোরম দৃশ্য আর কিছু শান্ত রোমান্টিক গানের সুরে ক্যান্ডেল লাইট ডিনার করতে যান। চাইলে রেস্তরাঁয় না গিয়ে বাড়ির ছাদেও আয়োজন করতে পারেন। প্রেমিকার জন্য নিজে রান্না করতে পারেন। তাহলেই বিষয়টি আরও রোমান্টিক হয়ে উঠবে। 

love

প্রেমের প্রস্তাবের জন্য বিশেষ দিন

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে বিশেষ একটি দিন বেছে নিন। কেবল প্রপোজ ডে নয়, প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য এমন একটি দিন বাছুন যার সঙ্গে দুজনেরই স্মৃতি জড়িয়ে আছে। হতে পারে সেটি প্রথম দেখার দিন কিংবা প্রথম হাত ছোঁয়ার দিন। এমন পদক্ষেপ আপনার প্রস্তাবকে আরও বিশেষ করে তুলবে।

টি-শার্ট দিয়ে প্রপোজ

‘Will you marry me’ কিংবা ‘Will you be my wife’ লেখা একটি টি-শার্ট কিনুন। বিশেষ তারিখের সময় এই টি-শার্ট পরুন। টি-শার্টের উপরে জ্যাকেট পরতে ভুলবেন না। এতে সারপ্রাইজ অটুট থাকবে। নির্দিষ্ট কোনো নিরিবিলি পরিবেশে সুন্দর সময় কাটানোর মাঝে হঠাৎ জ্যাকেট খুলে প্রপোজ করুন। প্রিয়জন অবাক তো হবেই, সেসঙ্গে আপনাকে হ্যাঁ বলবে। 

love1

গ্লো-স্টিকার ব্যবহার করুন

অন্ধকারের প্রেম বা বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কাজে লাগাতে পারেন গ্লো-স্টিকার। ঘরে সিলিং বা অন্য কোথাও স্টিকার লাগিয়ে রাখুন। এরপর প্রিয়জনকে ডাকুন। যে মুহূর্তে ঘরের লাইট নেভাবেন, সেই মুহূর্তেই স্টিকারগুলো জ্বলে উঠবে। যেখানে লেখা থাকবে, 'তুমি কি আমাকে বিয়ে করবে?' বা 'তুমি কি আমার হবে?' সঙ্গে রাখুন একটি কেক। সুন্দর সময় কাটবে দুজনের। 

এনএম