images

লাইফস্টাইল

দাঁতের সব সমস্যা দূর হবে এই জাদুকরি মিশ্রণে 

লাইফস্টাইল ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

ফ্রিজের ঠান্ডা পানি, কোল্ড ড্রিংক্স বা আইসক্রিম মুখে দিতেই অনেকের দাঁত শিরশির করে ওঠে। সঙ্গে আবার কারো কারো থাকে নিঃশ্বাসে দুর্গন্ধ। কারো সঙ্গে কথা বলতে গেলে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। 

দাঁতের বিভিন্ন সমস্যা সমাধানে সচেতন হওয়া উচিত। মুখের দুর্গন্ধ, মাড়ি থেকে রক্ত বা পুঁজ বের হওয়া ইত্যাদি সমস্যার প্রতিকার করা যায় ঘরোয়া উপায়েই। 

teeth2

কেন হয় দাঁতে ব্যথা? 

দাঁতে ব্যথা বা যন্ত্রণা যেকোনো বয়সেই হতে পারে। এর অনেক কারণ থাকতে পারে। দাঁতে ক্যাভিটি মানে প্লাক জমে যাওয়ার কারণে দাঁতে ব্যথা হয়। আবার কখনো মাড়ি ফুলে পুঁজ বা রক্ত বের হয়। এই সমস্যাকে পায়োরিয়া বলে।  

এই মিশ্রণে সমাধান

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, লবণ, হলুদ আর খাঁটি সরিষার তেলের মতো উপাদান ব্যবহার করে দাঁত সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ব্রাশ করার পর মধ্যমার সাহায্যে এই মিশ্রণ দিয়ে দাঁত আর মাড়িতে আলতো করে ম্যাসাজ করুন। 

teeth3

দুই চিমটি লবণ, দুই চিমটি হলুদ গুঁড়া আর চার-ছয় ফোঁটা খাঁটি সরষের তেল মিশিয়ে এই বিশেষ মিশ্রণ তৈরি করুন। সকালে আর রাতে ব্রাশ করার পর দাঁতে আর মাড়িতে এটি মালিশ করতে হবে। নিয়মিত ব্যবহারে দাঁতে শিরশিরানি ধরা, পায়োরিয়া, ব্যথা, নিঃশ্বাসে দুর্গন্ধ সব সমস্যা থেকে মুক্তি মিলবে। 

তবে মনে রাখতে হবে, প্রতিটা মানুষের শরীর ভিন্ন। চাহিদাও আলাদা। তাই চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এরপর এমন কিছু গ্রহণ করুন। 

এনএম