images

লাইফস্টাইল

শ্যাম্পুর আগে চুলে তেল দিলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক

১৯ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম

কর্মব্যস্ততার কারণে চুলের যত্ন নেওয়ার সময় হয় বেশিরভাগ মানুষের। তাই ছুটির দিনটি বেছে নেন এই কাজের জন্য। শ্যাম্পু করার আগে চুলে মেখে নেন হালকা গরম তেল। কেউবা আগের রাতেই কাজটি সেরে ফেলেন। চুলের যত্নের বহু পুরনো রীতি এটি। 

চিকিৎসকদের মতে, তেল দেওয়া নিয়ে যদি মারাত্মক কোনো সমস্যা না থাকে তবে শ্যাম্পু করার আগে তেল মাখা ভালো। তাই বলে সারা রাত তেল মেখে থাকার প্রয়োজন নেই। শ্যাম্পু করার আগে তেল মাখলে কী হয়? চলুন জানা যাক- 

oil3

আর্দ্রতা ধরে রাখে

মাথার ত্বক ও চুল শুষ্ক হলে শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে মাথায় তেল মেখে রাখুন। এতে উপকার মিলবে। চুলের ওপর সুরক্ষার আস্তরণ তৈরি করে তেল। ফলে শ্যাম্পু করার পরেও চুল রুক্ষ হয় না। 

রুক্ষ ভাব দূর করে

চুলের কিউটিকল নরম রাখতে সাহায্য করে তেল। এতে রুক্ষতা দূর হয়। রাসায়নিক নির্ভর কন্ডিশনার, সিরাম এড়িয়ে যেতে চাইলে তাই শ্যাম্পুর আগে তেল মাখাই ভালো। 

oil2

মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে

ভালো চুল চাইলে মাথার ত্বক স্বাস্থ্যকর হওয়া জরুরি। কেননা, মাথার রক্ত সঞ্চালন ভালো না হলে কোনোভাবেই চুল পুষ্টি পাবে না। আবার মাথার ত্বকে কোনো সংক্রমণ থাকলে তাও রুখে দিতে পারে তেল। 

চুলের জেল্লা বজায় রাখে

ঝলমলে চুল কে না চায়? আর এ কাজে তেল হবে উপকারি বন্ধু। চুলের স্বাভাবিক জেল্লা বজায় রাখতে নিয়মিত তেল মাখা জরুরি। 

oil4

চুল ছিঁড়ে যাওয়া রোধ করে

শ্যাম্পু করার পর চুল ধুতে গেলেই অসংখ্য চুল ছিঁড়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয়। তাই শ্যাম্পুর আগে তেল মেখে নিন। চুল ঝরে পড়ার হার কমবে। 

এনএম