images

লাইফস্টাইল

বসের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার উপায় 

লাইফস্টাইল ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

বর্তমানে অধিকাংশ মানুষই ক্লান্তিতে ভোগেন। এর একটি বড় কারণ হলো কর্মক্ষেত্রে নানা ব্যস্ততা, ওঠাপড়া। কাজের জায়গায় অনেক বিষয় মানসিক চাপের কারণ হয়। যার মধ্যে অন্যতম বড় কারণ হলো মতের সঙ্গে অমিল হওয়া। 

বসের সঙ্গে যে আমাদের সব কিছুতেই মতের মিল হবে এমনটা কিন্তু নয়। মানুষভেদে ভাবনা-চিন্তায় অমিল থাকাই স্বাভাবিক। তাই বসের সঙ্গে কোনো কিছু সহমত না হলে তাকে তা জানানো জরুরি। তবে এই কাজটি মুখের ওপর করা যাবে না। এতে বস রেগে যাতে পারেন। বিরক্ত হতে পারেন। 

boss2

তাই কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের সঙ্গে কোনো বিষয়ে মতের মিল না হলে তা বুঝিয়ে বলতে হবে। জানুন বসের সঙ্গে কীভাবে ভালো সম্পর্ক বজায় রাখা যায় তার উপায়- 

তর্ক করবেন না

বসের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। আপনি কেন বসের সঙ্গে সহমত হতে পারছেন না, সেই যুক্তিগুলি নিজের কাছে তৈরি রাখুন। কেননা বসকে বুঝিয়ে বলতে হলে আগে নিজেকে ভালো করে বিষয়টি বুঝতে হবে।

boss3

সময় বুঝে বলুন 

সময়-সুযোগ বুঝে কথা বলুন। কনফারেন্স রুমে ঘরভর্তি মানুষের সামনে ভুলেও বলতে যাবেন না যে আপনি বসের সঙ্গে সহমত হতে পারছেন না। তার সঙ্গে আলাদা দেখা করে একান্তে এই বিষয়ে কথা বলুন। 

যুক্তি দেখান 

অবশ্যই যুক্তি তৈরি রাখুন। ‘বস, আপনার সঙ্গে আমি সহমত হতে পারছি না’— এই কথাটা তখনই বলুন, যখন আপনার কাছে পাল্টা যুক্তি তৈরি করা আছে। ঠান্ডা মাথায়, নিচু গলায় যুক্তিগুলি বসের সামনে তুলে ধরুন।

boss4

মাথা ঠান্ডা রাখুন 

আলোচনার সময় উত্তেজিত হলেই বিপদ। মেজাজ হারালে চলবে না। আপনার যুক্তির সাপেক্ষে বসও তার যুক্তি দিতে পারেন। বসের সঙ্গে তর্কে না গিয়ে মন দিয়ে সেই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এমনও হতে পারে, আপনার বসের কথাটাই আসলে ঠিক। ভেবেচিন্তে তবেই সিদ্ধান্তে আসুন।

এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যখন বস কিছুতেই আপনার কথা মানতে নারাজ। আপনিও পিছু হটতে নারাজ। এমন হলে মাঝামাঝি কোনো পথ খোঁজার চেষ্টা করুন। আপনি কোন কথা বা বিষয় বসের সামনে কীভাবে তুলে ধরছেন, তাতেই প্রকাশ পাবে আপনার বুদ্ধিমত্তা। তাই ঠান্ডা মাথায়, যুক্তি দিয়ে তাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন। 

এনএম