images

লাইফস্টাইল

শুধু ত্বক নয়, চুলের যত্নেও ব্যবহার করুন মুলতানি মাটি

লাইফস্টাইল ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ এএম

ত্বক পরিষ্কার করতে ক্লিনজার হিসেবে মুলতানি মাটির ব্যবহার প্রাচীনকাল থেকেই। এই উপকারি প্রাকৃতিক প্রসাধনী ত্বকের যত্নের পাশাপাশি চুলের যত্নেও ব্যবহার করা যায়। 

চুল ভালো রাখতে এবং স্ক্যাল্প ক্লিনজিংয়ে মুলতানি মাটির জুড়ি মেলাভার। সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে চুলের হাল তো ফিরবেই, বাঁচবে খরচও।

চুলের যত্নে মুলতানি মাটির ভূমিকা

মুলতানি মাটি ত্বকের পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে স্ক্যাল্পের অতিরিক্ত তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে। তবে এসব উপকার পেতে মুলতানি মাটি কোন উপায়ে ব্য়বহার করতে হবে, তা জানতে হবে। 
care

মুলতানি মাটি ব্যবহারে পাবেন এই উপকার

বেশ কিছু গবেষণা অনুসারে স্ক্য়াল্পে মুলতানি মাটি লাগিয়ে ম্য়াসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধি হবে দেখার মতো।

প্রাকৃতিক কন্ডিশনার মুলতানি মাটি

মুলতানি মাটিতে উপস্থিত উপকারী উপাদান স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয় এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।
hair-care

টক্সিন বের করে দেয়

ক্ষতিগ্রস্ত চুলের হাল ফেরাতেও এর কার্যকরী ভূমিকা রয়েছে। এটি আপনার স্ক্যাল্পের টক্সিন বের করে দেবে, সেই সঙ্গে স্ক্য়াল্পের একাধিক সমস্য়ার সমাধানও করবে চটজলদি।

হেয়ার প্য়াক হিসেবে ব্যবহার করুন

মুলতানি মাটির হেয়ার প্যাক আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটি পাত্রে ৬ চামচ মেথি দানা, ৪ চামচ মুলতানি মাটি এবং পরিমাণ মতো পানি মিশিয়ে বানিয়ে নিন প্রথম হেয়ার মাস্ক।

দ্বিতীয় হেয়ার প্যাক তৈরি করুন

একটি পাত্রে ৩ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে সম পরিমাণে রিঠা পাউডার মেশান। এবার ১ কাপ পানি মিশিয়ে আপনার হেয়ার মাস্ক তৈরি করে নিন। স্ক্যাল্প পরিষ্কার রাখতে এটি ম্যাজিকের মতো কাজ করবে।
care4

ব্যবহারের নিয়ম জেনে নিন

এই দুই হেয়ার মাস্ক সপ্তাহে ২ দিন ব্যবহার করুন। হেয়ার প্যাক লাগানোর এক ঘণ্টা পরে শ্যাম্পু করে নিতে হবে।

​​​এদিকে খেয়াল রাখুন​

স্ক্যাল্পে বা চুলে কোনও সমস্যা থাকলে কিংবা চুলের কোনও চিকিৎসা চললে অবশ্যই প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন। পরামর্শ ছাড়া এই প্রাকৃতিক উপাদান ব্যবহার না করাই শ্রেয়।

এজেড