লাইফস্টাইল ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
চা প্রিয় বাঙালির ঘরে চা পাতা বা টি ব্যাগ থাকাই স্বাভাবিক। ব্যবহারের পর সাধারণত টি ব্যাগ ফেলে দেওয়া হয়। তবে জানলে হবেন ঘর সংসারের অনেক কাজে আসতে পারে ফেলনা এই পণ্যটি। কী কী কাজে ব্যবহৃত টি ব্যাগ ব্যবহার করতে পারেন, চলুন জেনে নিই-
বাগানের সার হিসেবে
গাছপ্রেমী মানুষ আপনি? শখের বাগান আছে? বাজার থেকে কেনা সারের পাশাপাশি ভরসা রাখতে পারেন টি ব্যাগের ওপরও। চায়ের পাতা গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করতে পারেন। ইন্ডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটি দারুণ কাজ করে।

বাসনের তেলতেলে ভাব কমাতে
অনেকসময় বাসনপত্রে তেলতেলে ভাব হয়। বিশেষ করে রান্নার বাসনে এমন বেশি হয়। এই তেল দূর করতে সাহায্য করে ব্যবহৃত টি ব্যাগ। একটি পাত্রে পানি গরম করে তাতে ব্যবহৃত কয়েকটি টি ব্যাগ ফেলে দিন। এর মধ্যে কয়েক ঘণ্টা চুবিয়ে রাখুন তেলচিটে যেকোনো কিছুক্ষণ পর তুলে ধুয়ে ফেলুন। ঝকঝক করবে।
জুতার দুর্গন্ধ দূর করতে
জুতায় ঘামের দুর্গন্ধ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অনেকে। প্রতিদিন বাইরে থেকে এসে দু’টি টিস্যু পেপারের মধ্যে চা পাতা মুড়ে সকাল পর্যন্ত জুতায় রেখে দিন। গন্ধ হবে না।

ব্রণ সামলাতে
ব্রণের সমস্যায় নাজেহাল? কাজে লাগান টি ব্যাগ। ব্যবহৃত চা পাতা বার বার ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ব্রণ কমবে। রোদে পুড়ে ত্বকের বেহাল দশা? কালচে ভাব দূর করতে ঠান্ডা চায়ের লিকার তুলো ভিজিয়ে ত্বকে লাগান। ব্যবহৃত টি ব্যাগও ঠান্ডা করে লাগাতে পারেন। জ্বালা ভাব কমবে। নিয়মিত ব্যবহারে দাগও চলে যাবে।
চোখের নিচের ফোলাভাব দূর করতে
কাজের চাপ কিংবা কম ঘুমের জন্য অনেকের চোখের নিচে ফোলা ভাব বা চোখ লাল হয়ে যাওয়া সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে কালো দাগের সমস্যা তো আছেই। এসব সমস্যা থেকে আরাম পেতে টি ব্যাগ নিন। ঠান্ডা পানীয়ে ভিজিয়ে নিয়ে চোখের ওপর রেখে শুয়ে থাকুন ১৫ মিনিট। চোখের ফোলা বা লাল ভাব কমে কান্তি দূর হবে অনেকটাই।

টি ব্যাগের এমন ভিন্ন ব্যবহারগুলো কি আগে জানা ছিল আপনার? এখন থেকে চা বানানোর পর টি ব্যাগ ফেলে না দিয়ে এসব কাজে লাগান।
এনএম