লাইফস্টাইল ডেস্ক
৩১ আগস্ট ২০২৩, ০৬:১১ পিএম
লবণ। রান্নার একটি অতি প্রয়োজনীয় উপাদান। রান্নায় পরিমাণমতো লবণ না হলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। কেউ কেউ ভাত খাওয়ার সময় কাঁচা লবণও খেয়ে থাকেন। তবে বেশি লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত লবণ খেলে কী কী ক্ষতি হয় চলুন জেনে নিই-
উচ্চ রক্তচাপ
অতিরিক্ত লবণ খাওয়ার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। এটি হৃদরোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

কার্ডিওভাসকুলার সমস্যা
অতিরিক্ত লবণ হার্ট ও রক্তনালীতে চাপ সৃষ্টি করে। এই অভ্যাস এথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বাড়িয়ে দিতে পারে।
কিডনির কার্যকারিতা
উচ্চ মাত্রায় লবণ খাওয়ার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এটি কিডনির কার্যকারিতা হ্রাস করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়।

তরল ধারণ
লবণ শরীরে পানি ধরে রাখে। ফলে ফোলাভাবের সমস্যা দেখা দেয়। বিশেষ করে হাত, পা ও গোড়ালিতে প্রচুর পরিমাণে ফ্লুইড জমতে পারে। ফলে শরীরের এই অংশগুলি ফুলে যায়।
অস্টিয়োপোরোসিস
লবণ হাড় থেকে ক্যালসিয়াম বের করতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যায়। যা পরবর্তীতে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়।

সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে এবং সম্ভাব্য ঝুঁকিগুলো এড়াতে পরিমিত পরিমাণে লবণ খাওয়ার অভ্যাস করুন।
এনএম