images

লাইফস্টাইল

জ্বর কমলেও কাটছে না দুর্বলতা, এই রোগে আক্রান্ত নন তো? 

লাইফস্টাইল ডেস্ক

২৬ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, ডেঙ্গু ইত্যাদি কারণে এখন ঘরে ঘরে জ্বর, সর্দি আর চোখে সংক্রমণের সমস্যা দেখা দিয়েছে। কিছু দিনের মধ্যে জ্বর চলে গেলেও কিছুতেই কাটছে না শারীরিক দুর্বলতা। বেশিরভাগ মানুষই এই সমস্যায় পড়ছেন। এটি হতে পারে অদ্ভুত এক স্নায়ু রোগের আভাস। 

চিকিৎসকরা বলছেন, করোনা মহামারির পর থেকেই পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে দেখা দেয় ‘জিবিএস’ বা গুলেন ব্যারি সিনড্রোম। এই রোগের লক্ষণ হলো পায়ে ব্যথা, ঝিঁঝি ধরা, অবশ হয়ে আসা ইত্যাদি। আজকাল জ্বর থেকে সুস্থ হবার পর অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে। 

sickness

হাভার্ড হেলথের তথ্য অনুযায়ী, স্নায়ুর জটিল রোগ গুলেন ব্যারি সিনড্রোম এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা থেকে ফিজিওথেরাপি— কমাতে পারে এই রোগের তীব্রতা চিকিৎসকরা বলছেন, এই রোগ থেকে মুক্তি পেতে সময় লাগলেও তা মারণব্যধি নয়। যদিও ব্যক্তিবিশেষে তা মারাত্মক আকার ধারণ করতেই পারে।

গুলেন ব্যারি সিনড্রোমে আক্রান্ত কি না বোঝার উপায় 

হাত-পায়ের আঙুলে, পাতায় ঝিঁঝি ধরা, পিন ফোটার মতো অনুভূতি হতে পারে। তবে সবসময়ে সাধারণ কোনো কারণে না-ও হতে পারে।

sickness

পায়ের পাতা অবশ হতে হতে ক্রমশ দেহের উপরের দিকও অসাড় হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এ কারণে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে।

ক্রমশ মুখের এক দিক অসাড় হয়ে যাওয়ার ফলে কথা বলতে, খাবার খেতেও সমস্যা হতে পারে। এই রোগে আক্রান্ত হলে চোখের মণিও স্থির হয়ে যেতে পারে।

শরীরের অনুভূতি শক্তি কম থাকায় মলমূত্র ত্যাগ করতেও সমস্যা হতে পারে।

sick

এছাড়া অনিয়মিত হৃদস্পন্দন, রক্তের চাপ কমে যাওয়া, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।

তাই জ্বর চলে যাওয়ার পরও যদি তীব্রভাবে দুর্বল লাগে, পা ক্রমশ অসাড় লাগে তবে চিকিৎসকের পরামর্শ নিন। 

তথ্যসূত্র: হাভার্ড হেলথ, মায়ো ক্লিনিক 

এনএম