images

লাইফস্টাইল

কন্ডিশনার ব্যবহারে এই ৩ ভুল করবেন না 

লাইফস্টাইল ডেস্ক

২৫ আগস্ট ২০২৩, ১২:১৬ পিএম

চুলের যত্নে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা জরুরি। কিন্তু ব্যস্ততম জীবনে চুলের যত্ন নেওয়া কঠিন। ফলে একটা বয়সের পর চুল পাতলা হতে শুরু করে। মসৃণ এবং জেল্লাদার চুলের জন্য কেবল শ্যাম্পু যথেষ্ট নয়। 

অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। আর তাই চুলের স্বাস্থ্য ভালো হওয়ার পরিবর্তে সমস্যা বাড়ে কয়েকগুণ। তাই কন্ডিশনার ব্যবহার করা জরুরি। তবে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কিছু ভুল এড়িয়ে চলা জরুরি।

hair

অনেকে গোসলের সময় তাড়াহুড়োর কারণে কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। এই অভ্যাসে বদল আনুন। চুল বেশি রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু করার পরে আঁচড়ে ঠিক করা কঠিন হয়ে পড়ে। ছোট চুল উড়তে থাকে, অস্বস্তি হয়। চুলের জেল্লা ধরে রাখতে, রুক্ষতা দূর করতে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করতে হবে।

চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে কিন্তু ভুলেও কন্ডিশনার ব্যবহার করা যাবে না। এতে মাথার ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। চুল পড়া বাড়ে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করুন।

hair

তবে মনে রাখবেন, অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করা চুলের স্বাস্থ্যের জন্য ভালো নয়। চুল কতটা লম্বা সেই অনুযায়ী পরিমাণ মতো কন্ডিশনার ব্যবহার করুন। চুলে বেশি  কন্ডিশনার লাগালে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়বে। ফলে চুল ঝরার সমস্যা বেড়ে যেতে পারে।

এনএম