images

লাইফস্টাইল

পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটি, জানেন না বেশিরভাগ মানুষ 

নিশীতা মিতু

২৪ আগস্ট ২০২৩, ০৬:৪১ পিএম

‘মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’—সত্যিই বাংলা আমাদের জন্য গর্বের ভাষা। এই ভাষায় প্রাণ খুলে ব্যক্ত করা যায় নিজের অনুভূতি। সুখ হোক কিংবা শোক বাংলা ছাড়া মনের ভাব যেন প্রকাশই করা যায় না। 

তবে পৃথিবীতে তো কেবল এই একটি নয়, অনেক ভাষা রয়েছে। এর কিছু আমাদের জানা। অল্পস্বল্প বলতে জানি। এই যেমন ইংরেজি, হিন্দি, উর্দু। আবার অনেক ভাষার কিছুই বুঝে ওঠা সম্ভব হয় না। আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা কোনটি? বেশিরভাগ মানুষই কিন্তু এই প্রশ্নের উত্তর জানেন না। চলুন জেনে নেওয়া যাক- 

mandarin

পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা হলো ম্যান্ডারিন চীনা ভাষা। প্রায় ১.৩ বিলিয়ন মানুষের মাতৃভাষা হওয়া সত্ত্বেও এটি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। চীন, হংকং, ম্যাকাও এবং সিঙ্গাপুরে এই ভাষা ব্যবহার করা হয়। কেন এত কঠিন ম্যান্ডারিন ভাষা? 

আসলে এই ভাষাতে প্রায় হাজারেরও বেশি অক্ষর রয়েছে। মূলত এই কারণেই এটি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। এর প্রত্যেকটি অক্ষরকে আলাদা ভাবে মনে রাখতে হয়। ফলে ম্যান্ডারিন ভাষার শিশুদেরও এই ভাষা পড়তে ও লিখতে শিখতে সময় লাগে প্রায় ৬ বছর।

mandarin

ডিকশনারিতে ম্যান্ডারিন শব্দ খোঁজাকে চীনে একধরনের স্কিল হিসেবে ধরা হয়। এই ভাষাটি কঠিন হওয়ার আরও একটি কারণ হলো এটি একটি ‘টোন ল্যাংগুয়েজ’। অর্থাৎ ম্যান্ডারিনে একটি শব্দের চারটি বা তারও বেশি অর্থ থাকতে পারে। উচ্চারণে সামান্য একটু পার্থক্যে অর্থ পরিবর্তন হয়ে যায়।

যে ভাষায় ১ হাজারের বেশি অক্ষর আছে আর উচ্চারণে এত বৈচিত্র্য সেটি কঠিনতম হওয়াই স্বাভাবিক। কাঠিন্যের দিক থেকে ম্যান্ডারিনের পরেই আরবির অবস্থান। সৌদি আরব, মিশর, ইয়েমেনসহ বিশ্বের ২৬টি দেশে এটি অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয়। 

arabic

পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা আরবি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অত্যন্ত জনপ্রিয় একটি ভাষা এটি। প্রায় ৩০০ মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বলেন। আরবি ভাষায় আছে অসংখ্য ডাইলেক্ট বা উপভাষা। এই যেমন, ‘উট’ শব্দেরই প্রায় ২০০ সমার্থক শব্দ আছে।

ডান থেকে বামে আরবি ভাষা লেখা হয়। এ ভাষার উচ্চারণ অনেক কঠিন। আরবিতে এমন কিছু কিছু উচ্চারণ আছে যেগুলোর কোনো অস্তিত্ব অন্য ভাষায় নেই। আবার আরবি ভাষাতে বেশ কিছু বর্ণের উচ্চারণ অনুপস্থিত। যেমন- বাংলা প, ট, চ, ভ বর্ণের কোনো উচ্চারণ আরবিতে নেই।

arabic

ফরেন সার্ভিসেস ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী আরবি ভাষা শিখতে প্রায় বছর দুয়েক সময় লাগে। লেখার ধরনে ভিন্নতা, উচ্চারণে স্বরবর্ণের কম উপস্থিতির কারণে এই ভাষাকে জটিল হিসেবে ধরা হয়। 

কঠিন ভাষার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তেলেগু ভাষা। ৭৫ মিলিয়নের বেশি মানুষ এ ভাষায় কথা বলেন। এরপরই রয়েছে জাপানি ভাষা। ১২০ মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বললেও এটি কঠিন ভাষা হিসেবে বিবেচিত হয়। এ ভাষায় বহুবচনের অস্তিত্ব নেই। ইংরেজি, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষাভাষীদের জন্য এই ভাষা আয়ত্ত করা কঠিন। তবে ধারণা করা হয় পূর্ব এশীয়দের জন্য এ ভাষা বোঝা তুলনামূলক সহজ। 

russian

কঠিন ভাষাগুলোর তালিকায় আরও যেসব ভাষা রয়েছে সেগুলো হলো পলিশ, তুর্কিশ, রাশিয়ান, ভিয়েতনামিস, ফিনিশ ও কোরিয়ান ভাষা। এই ভাষাগুলোর কোনোটি কি জানা রয়েছে আপনার? উত্তর হ্যাঁ হলে অবশ্যই এটি আপনার দারুণ স্কিল। 

তথ্যসূত্র: লেভারএজ এডু, বাবেল ডট কম, ইউএসএ টুডে 

এনএম