images

লাইফস্টাইল

মৌমাছি সম্পর্কে কিছু তথ্য, যা অবাক করবে আপনাকে

লাইফস্টাইল ডেস্ক

০৯ আগস্ট ২০২৩, ০৬:৫০ পিএম

‘মৌমাছি, মৌমাছি… কোথা যাও নাচি নাচি… দাঁড়াও না একবার ভাই/ ওই ফুল ফোটে বনে… যাই মধু আহরণে…দাঁড়াবার সময় তো নাই’—ছেলেবেলায় এই কবিতা আমরা অনেকেই পড়েছি। পরিশ্রমী একটি পতঙ্গ মৌমাছি। জীবনযাপন থেকে শুরু করে মধু সৃষ্টি পুরোটাই বিস্ময়ে ভরা। মৌমাছি সম্পর্কে অজানা কিছু তথ্য চলুন জেনে নিই- 

১ কেজি মধু সংগ্রহের জন্য কতটা পরিশ্রম করতে হয় মৌমাছিদের, জানেন? কতগুলো ফুলে ঘুরতে হয় তাদের? পতঙ্গবিজ্ঞানীদের করা গবেষণা অনুযায়ী, ১ কেজি মধু সংগ্রহ করতে ১১০০ মৌমাছির প্রায় ৯০,০০০ মাইল পথ ঘুরতে হয়, যা চাদের কক্ষপথের দৈর্ঘ্যের প্রায় তিনগুণ!

bee

এবার আসা যাক ফুলের হিসেবে। ১ কেজি মধু জমাতে কর্মী মৌমাছিদের প্রায় ৪০,০০,০০০ ফুলের পরাগরেণু সংগ্রহ করতে হয়। অর্থাৎ, ৫০০ গ্রাম মধুর জন্য ২০ লক্ষ ফুলের পরাগরেণুর প্রয়োজন হয়। 

সবকিছু অনুকূলে থাকলে একটি পুরো মরসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা করে কর্মী বা শ্রমিক মৌমাছিরা। একটি শ্রমিক বা কর্মী মৌমাছি তার সারা জীবনে মাত্র অর্ধেক চা চামচ মধু তৈরি করতে পারে। 

bee

একটি মৌচাকে কয়টি রাণী মৌমাছি থাকে জানেন? মাত্র একটি। তবে ওই কেক আরও একাধিক স্ত্রী মৌমাছিকে ‘গোপনে’ লালন করে শ্রমিক বা কর্মী মৌমাছিরা। যদি কোনো কারণে রাণী মৌমাছির মৃত্যু হয়, তবে মৌচাকের পরবর্তী কর্ত্রী যেন দ্রুত সুনিশ্চিত করা যায়। তার জন্যই এই ব্যবস্থা। 

একটি রাণী মৌমাছিকে কেন্দ্র করেই গড়ে ওঠে মৌচাক। রাণীই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয়, তাহলে সেটি কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে। কারণ, রাণী মৌমাছির নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির মৃত্যু নিশ্চিত। 

bee

এজন্য রাণী ব্যতীত অন্য স্ত্রী মৌমাছিদের গোপনে লালন করা হয়। পরে শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে তাকে লড়াই করে ওই মৌচাকের কর্তৃত্ব অর্জন করতে হয়। নাহয় আলাদা হয়ে পৃথক মৌচাক গড়ে তোলে ওই স্ত্রী মৌমাছিটি।

জানলে অবাক হবেন, একটি রাণী মৌমাছি প্রতিদিন পর্যায়ক্রমে ১৮-২০টি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। একে ‘দ্য মিটিং ফ্লাইট’ বলে। যৌন মিলনের পরেই পুরুষ মৌমাছি মারা যায়। এই কারণেই মৌমাছির মিলনকে ‘দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড’ বলা হয়।

bee

অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচের করা গবেষণা অনুযায়ী, একধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার পানি মিলবে ইত্যাদি তথ্য তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয়। একে মৌমাছির নৃত্য বা (Waggle Dance) বলে।