images

লাইফস্টাইল

স্বপ্নে মৃত ব্যক্তিকে কাঁদতে দেখার অর্থ কী?

লাইফস্টাইল ডেস্ক

৩১ জুলাই ২০২৩, ০৫:২১ পিএম

সবাই কম-বেশি স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন হয় আনন্দের, কিছু কষ্টের। বিশেষজ্ঞদের মতে, স্বপ্নের নানা অর্থ থাকে। অনেক স্বপ্নই রয়েছে যা ঘুম থেকে ওঠার পরও আমাদের মনে থেকে যায়। এসব স্বপ্নই নানা ঘটনার ইঙ্গিত দেয়। 

অনেকে স্বপ্নে মৃত ব্যক্তিকে কাঁদতে দেখেন। এই স্বপ্নের অর্থ কী? কোন ইঙ্গিত দেয় এটি? চলুন জেনে নেওয়া যাক- 

sleep

স্বপ্নে মৃত ব্যক্তি কাঁদতে দেখার অর্থ রয়েছে। তাদের কাউকে রাগ করতে দেখারও অর্থ আছে। স্বপ্নশাস্ত্র মতে, এমন স্বপ্ন দেখার মানে আপনি সম্ভবত এমন কোনো কাজ করছেন যা আপনার পরিবারের মৃত ব্যক্তিটি পছন্দ করছেন না। এজন্যই তিনি কাঁদছেন বা রাগ করছেন।

এই স্বপ্নের অর্থ হলো, এই কাজটি থেকে তিনি আপনাকে রুখতে চাইছেন। কাজটিতে আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে। 

sleep

অনেকেই দিনের নানা চিন্তা বা ক্লান্তি নিয়ে রাতে ঘুমোতে যান। আবার অনেকে স্বস্তি নিয়েও ঘুমান। তবে ঘুমের আগে মাথায় যা কিছুই ঘুরে বেড়াক, ঘুমের মধ্যে দেখা স্বপ্নের প্রতিটির কিছু না কিছু অর্থ রয়েছে বলে মনে করা হয়। 

স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে আপনার সঙ্গে কথা বলতে দেখেন তবে সেটি শুভ কিছুর ইঙ্গিত হিসেবে ধরা হয়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এমন স্বপ্ন দেখার অর্থ কোনো শেষ না হওয়া কাজ আসন্ন দিনে সম্পন্ন হতে চলেছে। আর তার শুরু এখন থেকেই হবে।

এনএম