images

লাইফস্টাইল

জোড়া কলা খেলে কি যমজ সন্তান হয়?

লাইফস্টাইল ডেস্ক

০১ জুলাই ২০২৩, ১১:৩২ এএম

জোড়া কলা খেলে যজম সন্তান হয়। এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। অনেকেই বিশ্বাসও করেন। এমনকি গর্ভকালীন সময়ে নারীদের জোড়া কলা খেতে নিষেধও করা হয়। এর কোনো বৈজ্ঞানিক কারণ আছে নাকি পুরোপুরিই কুসংস্কার? বিজ্ঞান বলছে অন্য কথা। বিজ্ঞানের মতে এটি কুসংস্কার। এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

দীর্ঘদিনের প্রচলিত বেশ কিছু ধারণা রয়েছে যা মানুষ বিশ্বাস করে আসছেন যুগ যুগ ধরে। জোড়া কলা খাওয়ার বিষয়টিও তেমন। 

সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে কিছু কিছু অন্ধবিশ্বাস, যা সত্য বলে মনে করেন অনেকেই। মেনে চলেনও সত্যতা না জেনেই। 

 twin babyবিজ্ঞান কী বলছে?

বিজ্ঞান কিন্তু সাফ বলছে, কলা খাওয়ার সঙ্গে আদৌ যমজ সন্তান হওয়ার কোনও সম্পর্ক নেই। বিষয়টি একেবারেই নিপাট কুসংস্কার ছাড়া কিছুই নয়।

যমজ সন্তান কীভাবে হয়?

যমজ সাধারণত দুই প্রকার। বিজ্ঞানের ভাষায়, ‘আইডেন্টিকাল’ ও ‘নন-আইডেন্টিকাল’। সাধারণত আইডেন্টিকাল যমজ সন্তান একই ‘জাইগোট’ থেকে জন্ম নেয়। আর নন-আইডেন্টিকাল যমজের জন্ম হয় আলাদা ‘জাইগোট’ থেকে।

জাইগোট কী?

প্রাণের সূচনা যে কোষ থেকে হয়, তাকেই জাইগোট বলে। সহজ করে বললে, পুরুষের শুক্রাণু যখন স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন দুইটি কোষ এক হয়ে তৈরি করে একটি একক কোষ। একেই জাইগোট বলা হয়। এই জাইগোটটি এর পর বার বার বিভাজিত হয়ে এক ধরনের কোষগুচ্ছ তৈরি করে। যা ক্রমশ আরও বিভাজিত হয়ে তৈরি করে ভ্রূণ। এই ভ্রূণ থেকেই জন্ম হয় শিশুর।

twinযমজ সন্তানের ক্ষেত্রে কী হয়?

সাধারণত একই জাইগোট থেকে একটি শিশুরই জন্ম হয়। কিন্তু কিছু ক্ষেত্রে একটি জাইগোট বিভাজিত হয়ে জরায়ুর অন্য কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে৷ তখনই দুই আলাদা অংশ থেকে দুইটি আলাদা ভ্রূণ তৈরি হয়। এভাবে আইডেন্টিক্যাল যমজ তৈরি হয়। কারণ এদের মূল জাইগোট একটিই। অর্থাৎ, কোনও জিনগত উপাদানে কোনও ভেদ নেই। সাধারণ ভাবে এ ক্ষেত্রে হুবহু একই রকম দেখতে এক জোড়া সন্তানের জন্ম হয়।

আরও পড়ুন-
খালি পেটে কলা খাওয়া কি ঠিক?
ডায়াবেটিস রোগীরা কি কলা খেতে পারবেন?

নন-আইডেন্টিকাল যমজ

তবে এছাড়া যমজ অন্য ভাবেও হতে পারে। সাধারণত প্রতি মাসে মাত্র একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে ডিম্বনালিতে আসে৷ কিন্তু, কখনও কখনও মাসে দুইটি ডিম্বনালি-তে দুইটি আলাদা ডিম্বাণু হাজির হয়। এই দুইটি ডিম্বাণু একই সঙ্গে নিষিক্ত হলেও যমজ সন্তানের জন্ম হয়।

আর এভাবেই পৃথিবীর আলো দেখে নন-আইডেন্টিকাল যমজেরা।

তবে কলা খুবই পুষ্টিকর একটি খাবার। কোনও অ্যালার্জি না থাকলে, চিকিৎসকের পরামর্শ নিয়ে হবু মায়েদের কলা খাওয়ানো যেতেই পারে। কিন্তু জোড়া কলা খাওয়ার সঙ্গে যমজ সন্তানের সত্যিই কোনও যোগ নেই।

এজেড