images

আইন-আদালত

২৭ মার্চ থেকে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মার্চ ২০২২, ০৪:৫৯ পিএম

আইনজীবী তালিকাভুক্তি করণে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফরম ফিলাপের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৭ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এই ফরম ফিলাপ করা যাবে।

বার কাউন্সিল বিধি অনুযায়ী যেসব আইন শিক্ষানবিশদের রেজিস্ট্রেশনের সময় ৬ মাস পার হয়েছে শুধুমাত্র তারাই এ সুযোগ পাবেন। বৈধ রেজিস্ট্রেশন ধারীদের এ জন্য একটি প্রি-প্রেইড টেলিটক নম্বর ব্যবহার করে চার হাজার বিশ (৪,০২০) টাকা জমা দিতে হবে। আর রি-এপিয়ারদের জমা দিতে হবে এক হাজার ছয়শত ত্রিশ (১,৬৩০) টাকা।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) একটি সার্কুলার জারি করেছে বার কাউন্সিল। আরও বিস্তারিত জানতে লিংকটি দেখুন- https://www.barcouncil.gov.bd/wp-content/uploads/MCQ-Exam-Notice-2022_0001-scaled.jpg

এর আগে গত ৩ মার্চ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে আইনজীবী তালিকাভুক্তি করণে এমসিকিউ (নৈর্ব্যক্তিক) ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচী ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। আর এমসিকিউ পরীক্ষা চলতি বছরের জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এরপরে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এ সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এআইএম/আইএইচ