images

আইন-আদালত

সুপ্রিম কোর্ট ইস্যুতে আইনজীবী ফোরামের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩, ১২:৫৩ পিএম

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পুলিশের মারপিট, মিথ্যা মামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদেরকে লাঠিপেটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

শুক্রবার (১৭ মার্চ) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

কর্মসূচি হলো: ১৯ মার্চ রোববার দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশ। 

১৯ মার্চ রোববার দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা উপরোক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সিনিয়র আইনজীবী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। 

২০ মার্চ সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে উপরোক্ত কর্মসূচি সফল করার জন্য সারাদেশের সকল বিজ্ঞ আইনজীবীর প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে। 

এমই/এএস