images

আইন-আদালত

যেসব শর্তে জামিন পেলেন জামায়াত নেতা আকবর আলী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মার্চ ২০২২, ১১:৪৩ এএম

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরার জামায়াত নেতা মাওলানা আকবর আলী। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম শাহিন।

তিনি বলেন, কয়েকটি শর্তে আকবর আলীকে জামিন দিয়েছেন আদালত। শর্তগুলা হলো মিডিয়া বা প্রেসে কথা বলা যাবে না। তার নিজস্ব এলাকা সাতক্ষীরায় যাওয়া যাবে না। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের কোনো ভয়-ভীতি দেখানো যাবে না। বেইলবন্ডে এমন শর্ত দিয়ে চাচার জামিন করিয়েছেন কাঞ্চন।

এই আইনজীবী আরও বলেন, আকবর আলী তার ভাতিজা কাঞ্চনের বাসায় বাসায় থাকবেন। এ মামলায় আগামী ১১ মে পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে। ২০১৮ সালের ৩০ অক্টোবর গ্রেফতারের পর তিনি সাতক্ষীরার কারাগারে ছিলেন। হুইল চেয়ার ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। 

জানা যায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামে তার মেয়ের বাড়ি থেকে আকবর আলীকে গ্রেফতার করা হয়। তিনি কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে। 
আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে কালিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। এরপর মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

এআইএম/এএস