images

আইন-আদালত

আদর্শ প্রকাশনীর স্টল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬ পিএম

বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চারজনকে এতে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট দায়ের করেন প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান।

রিটে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে দ্রুত প্রকাশনা সংস্থাটিকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

>> আরও পড়ুন: অর্ধশত তালগাছে বিষ প্রয়োগ: আ.লীগ নেতা শাহরিয়ারকে তলব

রিট আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলাতে পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টেড নয়। বাংলা একাডেমি আইন, ২০১৩ অনুযায়ী তাদের এমন সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। একই সঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয় তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাকস্বাধীনতা বিরোধী।

এআইএম/আইএইচ