images

আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে বাণী অর্চনা চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২৩, ১০:১৩ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পালন করা হচ্ছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে আইনজীবী সমিতির সদস্যদের অংশগ্রহণে এই অনুষ্ঠান শুরু হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই অনুষ্ঠানে যোগ দেবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পূজা উৎসব কমিটি এটির আয়োজন করেছেন। প্রতি বছরের মতো এবারও তারা এই অনুষ্ঠান করছেন। এতে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সিনিয়র অনেক আইনজীবী উপস্থিত থাকবেন।

এদিকে সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে সরস্বতী পূজা উপলক্ষে দেশের হিন্দুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সম্প্রীতির সুমহান ঐতিহ্য সুদৃঢ় করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অবদান রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বাণীতে হিন্দুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশের অগ্রযাত্রায় সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানান।

এআইএম/এইউ