images

আইন-আদালত

মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

রাজধানীসহ সারাদেশ থেকে আসা একত্রিত হয়ে মিছিল নিয়ে গোলাপবাগের গণসমাবেশের দিকে যাচ্ছেন আইনজীবীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে কোয়ালিটি সিএনজি পাম্পের সামনে জড়ো হন, এরপর মিছিল নিয়ে গণসমাবেশের দিকে রওনা দেন তারা।

মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিসটার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি ওমর ফারুক ফারুকীসহ অন্যান্য সিনিয়র নেতারা। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এজ মোহাম্মাদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনা অনুযায়ী সারাদেশ থেকে আইনজীবীরা ঢাকায় এসেছেন। সকাল ৯টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছিল তাদের। আসার পর মিছিল নিয়ে সমাবেশের দিকে যাওয়া হচ্ছে। 

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৯ সাংগঠনিক বিভাগীয় শহরে গণসমাবেশের পর আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকার সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী বিভাগীয় গণসমাবেশের এই কর্মসূচি সমাপ্ত হবে।

এআইএম/এইউ