images

আইন-আদালত

অপরাধীকে শাস্তি নয়, সেবা করার নির্দেশনা চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

অপরাধীকে শারীরিক শাস্তি না দিয়ে সেবা করার আদেশ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আবেদনে বলা হয়েছে, ফৌজদারি অপরাধ করলে আসামিকে শারীরিক শাস্তি বা কারাগারে না রেখে সমাজসেবামূলক কাজের আদেশ দিতে নির্দেশনা দেওয়া যায়। এ বিষয়ে একটি আইনও আছে। কিন্তু কার্যকারিতা নেই।

রিটকারী আইনজীবী আসাদ উদ্দিন বলেন, শাস্তি দিয়ে  সব অপরাধী অপরাধ থেকে দূরে রাখা যায় না। কোনো কোনো অপরাধী হঠাৎ অপরাধ করে সাজাপ্রাপ্ত হন। তারা আসলে অভ্যাসগত অপরাধী না। তাদের ক্ষেত্রে শাস্তি না দিয়ে সমাজসেবামূলক কাজ দিয়ে অপরাধ থেকে ভালো কাজে ফেরার ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এআইএম/জেবি