images

আইন-আদালত

৫ কোটি ৭৯ লাখ টাকা বেতন নিয়েছেন ওয়াসার তাকসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২২, ০৯:২০ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে বেতন নিয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ৭৯২ টাকা। মঙ্গলবার (২৯ নভেম্বর) এনিয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এর আগে এদিন আদালতে ঢাকা ওয়াসার পক্ষে প্রতিবেদনটি দাখিল করেন ব্যারিস্টার এম মাসুম।

গত ১৭ আগস্ট ১৩ বছরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান এখন পর্যন্ত বেতন, উৎসাহ ভাতা ও আনুষঙ্গিক সুবিধা হিসেবে যত টাকা নিয়েছেন তার হিসাব চেয়েছিলেন হাইকোর্ট। সেই তলবের পর আজ আদালতে এই রিপোর্ট দাখিল করা হয়। 

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক রিট আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দিয়েছিলেন আদালত।

এআইএম/এইউ