images

আইন-আদালত

বিচারপতি নাজমুল আহসানের স্মরণে সভা কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহসানের মৃত্যুতে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল ৩০ নভেম্বর (বুধবার) বিকেল চারটায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল আহসান।

করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেখানেই মৃত্যু হয় তার।

চলতি বছরের ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহসান আপিল বিভাগে নিয়োগ পান। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা যান।

২০১০ সালের ১৮ এপ্রিল বিচারপতি এফআরএম নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

এআইএম/এমআর